কে সংখ্যালঘু? কি তার তাৎপর্য??

অনেক লিখেছি, আর লিখবো না... লিখতে লিখতে আমি ক্লান্ত...

যখন রামুতে তোমরা বৌদ্ধদের পুড়ালে, আমরা বলেছি এরা মানুষ --- এদের ঘরে আগুন দিও না।

তোমাদের নির্ভার উত্তর --- তাতে কি?? এরা কি মুসলিম?

যখন নাসিরনগরে হিঁদুদের বাড়িতে আগুন দিলে, আমরা বলেছি এরা মানুষ -- এদের ঘরে আগুন দিও না।

তোমাদের তখন সে কি তাচ্ছিল্য ভরা কটুক্তি-- ৯০% মুসলমানদের দেশে ওদের এত সাহস হলো কিভাবে?? ওরা দেশ ছেড়ে চলে যায় না কেনো???

ভোলায় যে  সংখ্যালঘু ছেলেটির ফাঁসির জন্য আন্দোলনের ডাক দিলে, সেই অভিযোগ ছিলো ভুয়া।

সিলেটে যে মূর্তিগুলো ভাঙলে তাদের অপরাধ ছিলো তারা তাদের নিয়ে কুৎসা রটনার  বিরুদ্ধে প্রতিবাদ করেছিলো। 

তেমনি প্রতিবছর যে প্রতিমাগুলো ভাঙতে, তাদের তখন সে বছর মন খারাপ হতো! 
তোমাদের নির্বিকার উত্তর --- ৯০% মুসলমানদের দেশে এটা খুবই স্বাভাবিক ঘটনা। 
এরা তো সংখ্যালঘু,  এদের আবার কিসের সম অধিকার???

আমি আমরা অভয় দিয়ে তাদের বলতাম, ওদের প্রকৃত শিক্ষার অভাব,  জানো? একদিন যখন এরা সুশিক্ষিত হবে, তখন ধর্মকে সংখ্যা দিয়ে বিচার করবে না।
সেদিন দেখো ঠিক ঠিক ওরা মানুষের ব্যাথায় সমব্যথী হবে। 

আশ্বাস অভয় দিয়ে যেই কুর্দিস্তানের দিকে তাকিয়েছি,  দেখি প্রচুর শিক্ষিত লোক বলাবলি করছে -- কুর্দিরা কি মুসলিম?  এদের আবার স্বাধীনতার কি দরকার??? 

কাদিয়ানীরা কি মুসলিম??  এদের আবার সম-অধিকারের কি দরকার??? 

শিয়ারা কি মুসলিম????  এদের আবার মুসলিম বলার সাহস দেখায় কে???

আমি আমরা খানিকটা ইতস্তত হয়.... পিছিয়ে আসি.... ভাবতে থাকি 'এরা সংখ্যালঘু' বটে.... এদের আসলেই কিসের অধিকার! 

তখনি চিৎকার শুনি প্রবল ঝাঁকুনি দিল্লির শাহি মিনার থেকে..... আল্লাহু আকবর..... আল্লাহু আকবর 

সুলতান আলাউদ্দিন, মাহমুদ, বাবুর, আইবেক, ঘোরী যাদের উত্তরসূরী......  তাদের জানিয়ে দেয়া হয়েছে... তোরা মুসলিম তোরা সংখ্যালঘু! 
তোদের এই ৮০% হিঁদুর দেশে কোন ঠাঁই নেই.... সম-অধিকার নেই। 
তোরা চলে যা........!  

একই অভিযোগ আসামে, উত্তর ভারতে, কাশ্মীরে..... আরো আরো ৭/৮ শ বছর আগে যাহা শুনেছিলাম স্পেনে! অধুনা প্যালেস্টাইন কিংবা কাশ্মিরে.... 

আমি আমরা আবারো ইতস্তত হয়..... ভাবি.... কে সংখ্যালঘু???
কি তার তাৎপর্য???????? 
সংখ্যায় কম...... তাই সংখ্যালঘু????? 

আচ্ছা সংখ্যালঘুদের কি খাওয়া থাকা  বসবাস করার অধিকার থাকতে নেই??? 

তাহলে কি জগতের সবচে' নিকৃষ্ট অপদার্থর নাম সংখ্যালঘু?????
কি জানি, হয়তো।  পরিসংখ্যান যে তাই বলে।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted