এমিনেন্ট সিটিজেন রামেন্দু মজুমদার.

এমিনেন্ট সিটিজেন রামেন্দু মজুমদার...  

লক্ষীপুরের ডিবি পুলিশ এক হিন্দু ব্যক্তিকে তার অফিসে যাওয়ার নোটিশ দেয়। অফিসে গেলে তাকে তার জায়গা লিখে দেবার জন্য পুলিশ আদেশ দেয়। হুমকি দিয়ে বলে,  রামেন্দু মজুমদার, বাপ্পা মজুমদার এদের বাড়ি লক্ষীপুরে। তারা থাকতে পারেনি। আপনারাও থাকতে পারবেন না। সাবধান! দেখলাম, এসপি সহ পুরো পুলিশ প্রশাসন হিন্দু তাড়ানোর সাথে জড়িত।    
তখন জানতে পারি রামেন্দু, বাপ্পার বাড়ি লক্ষীপুরে ছিল। এখন বেদখল হয়ে গেছে, তারাও ভেগে গিয়ে ঢাকায় থাকে। 
  
সেই হিন্দু ব্যক্তিকে রক্ষায় এগিয়ে গিয়ে দেখি কোন হিন্দু নেতা কখনো কোন হিন্দুর পক্ষে কাজ করে না যাতে তার ভিটে মাটি রক্ষা পায়। জায়গা জমি বিক্রি করে তাদের হাতে টাকা তুলে দিলে তারা সংবাদ সম্মেলন, মানববন্ধনের আয়োজন করে।মুল কাজের কাজ কিছুই হয় না। নির্যাতিত হিন্দু একুল ওকুল দুকুল হারিয়ে রাতের আধারে আজানার উদ্দেশ্যে বা ভারতের দিকে ভাগে।    তৈলেন্দুর দেখা তখন মেলেনা। ৮০ % হিন্দু অধ্যুষিত লক্ষীপুরের আজ কি অবস্থা সে কি জানে?  কেমন আছে তারা?  নিজেদের নারকেল সুপারি নিজেরা ভোগ করতে পারে? জায়গা জমি? তৈলেন্দু কি তা জানে?       
এখনো লক্ষীপুরে নির্যাতিত কোন মানুষের পক্ষে তৈলেন্দুকে কি দেখা যায়?        

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted