জার্মানিতে ডানপন্থিদের হাতে মুসলিম হামলার নিয়ে কিছু বলব ভেবেছিলাম। কিন্তু দিয়ার্ষি আরাগ দিপুর নানীর বাণী বইটি বাংলাদেশের কিতাব মেলায় ব্যান করার পর সিন্ধান্ত পরিবর্তন করেছি। মানুষ হিসেবে আমিও ইমোশনাল। মুসলিম হিসেবে কেউ টার্গেট হচ্ছে তার নিন্দা তো করতে হবে। আমি ভুলে গিয়েছিলাম, একুশে বইমেলাকে যারা কিতাব মেলায় রূপান্তরিত করেছে, যারা প্রতি বছর নাস্তিক মুক্তচিন্তকদের বই উশকানি দিয়ে বাতিল করাচ্ছে, লেখক প্রকাশককে গ্রেফতার হামলা মামলায় জড়াচ্ছে এদের জামভাইরাই জার্মানিতে ডানপন্থিদের পুন:জাগরণ ঘটিয়েছে। এরা সংখ্যায় বেড়ে গেলে জার্মানির সবচেয়ে বড় বইমেলা ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অনুভূতির চুলকানিতে হামলা করবে। পৃথিবীর কোথাও এখন বই নিষিদ্ধ হয় না। পৃথিবীর কোথাও জঙ্গি আর পুলিশ হাতে হাত ধরে বই নিষিদ্ধ করে না। জার্মানি ইংলেন্ডে এখন পাটকেল হামলা চলছে। বাংলাদেশের মুক্তচিন্তকদেরও পাটকেল হামলা চালাতে হবে। অবশ্যই সেটা বুদ্ধিভিত্তিক পাটকেল।
‘ইসলামফোবিয়া’ ‘মুসলিম বিদ্বেষ’ বলে বামাতীরা চেঁচাবে, তাদের রাজনৈতিক বন্ধুদের বাঁচাতে তারা নানা রকম তত্ত্ব কপচাবে। সৃজনশীল নাস্তিকতা নামে ইসলামবান্ধব কিছু খাড়া করে বিভ্রান্ত এরা করে যাচ্ছে। বাংলাদেশে এখন কোন মানুষের বাক স্বাধীনতা নেই। লেখকের কোন স্বাধীনতা নেই। চিন্তার কোন নির্ভিক পদচারনা নেই। ইসলামিক সংখ্যাগরিষ্ঠদের হাতে এই মধ্যযুগীয় উত্থান নিয়ে বামাতীদের এখন কোন শব্দ পাবেন না। দেশের লেখক বুদ্ধিজীবীরা পক্ষ নিবে ইসলামিকদের অনুভূতির পক্ষে। জাকির তালুকদার নামের একটা মুসলিম জাতীয়তাবাদী লেখক নাস্তিকদের লেখালেখিকে বিদেশে এসাইলাম পাওয়ার ধান্দা বলেছিলো। ফারুক ওসাসিফ, মুস্তফা সরওয়ার ফারুকীদের মত লোকজনরা দেশে প্রথাবিরোধী মুক্তচিন্তকদের মত প্রকাশের বিরুদ্ধে দাঁড়িয়েছিলো। এরাই ইসলামফোবিয়া, মুসলিম বিদ্বেষ বলে বলে কোণঠাসা করেছে নাস্তিকদের। কমবেশি সবাই এতে প্রভাবিত হয়েছে। দেশের বাঁশের কেল্লা, নয়ন চ্যাটার্জির মত জঙ্গি পেইজের কথায় সরকার যখন অনুভূতির এ্যাকশনে যায় তখন দেশটা কোথায় চলে গেছে কেউ ভেবেছে? ভারতের বুদ্ধিজীবীরা পদক বর্জন করেছিলো। রাজপথে নেমে এসেছিলো। আর এদেশে বেহায়া নির্লজ্জ বুদ্ধিজীবী দাঁত কেলিয়ে পদ গ্রহণ করে…। বই নিষিদ্ধের ঘটনা হতাশার নয়। বাংলাদেশের বর্তমান অবস্থাটার একটা প্রমাণপত্র। তাই হতাশ না হয়ে পাটকেল চালান। আরো বেশি করে অনুভূতিতে আঘাত করেন!
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................