ঐতিহাসিক_ছলনা।

#ঐতিহাসিক_ছলনা

আমাদের যে ইতিহাস পড়ানো হয়, তার দ্বারা প্রচুর মিথ‌্যা ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে শের শাহ মাত্র ৫ বছরের রাজত্বকালের মধ‌্যেই যশোর থেকে পেশোয়ার অবধি একটা রাস্তা তৈরী করেছিলেন যেটি #গ্র‌্যান্ডট্রাঙ্করোড নামে বিখ‌্যাত।
যদি তাই হত, তবে যে রাস্তার কথা #মেগাস্থিনিস তার #ইন্ডিকা গ্রন্হে বর্ণনা দিয়ে গিয়েছেন যা গঙ্গারিডি থেকে তক্ষশীলা পর্যন্ত বিস্তৃত ছিল, সেটা কে বানিয়েছিলেন? এই রাজপথ দিয়েই মৌর্য সেনাবাহিনী কুচকাওয়াজ করত ও তৎকালীন বনিকেরা তাদের পণ‌্য-পরিবহন করত। 

অবাক কান্ড! নেহেরু ও তার পোষা তথাকথিত ইতিহাসবিদেরা মিথ‌্যা কথা লেখার সময় একটা কথা মাথায় রাখেনি যে, শের শাহ কোনোদিনই যশোর থেকে পেশোয়ার পর্যন্ত তার সাম্রাজ‌্য বিস্তার করতে পারেননি, কিন্তু মৌর্য সাম্রাজ‌্য প্রায় সম্পূর্ণ ভারত দখল করেছিল (নীচে ছবিতে দেখুন)। 

আর ভাবুন, ইতিহাসের মিথ‌্যাচারকে নেহেরু ও তার স্তাবক বাম-দালাল ইতিহাসবিদের দল কতটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। 

Indica PDF 
https://archive.org/details/ancientindiaasd01mccrgoog

Pic1: মৌর্য সাম্রাজ‌্য
Pic2: মেগাস্থিনিস

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted