যারা বলে থাকেন ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে এসে নরেন্দ্র মোদী জী দেশের জন্য কিছুই করেননি, লেখা টা তারা অবশ্যই পড়বেন। আসুন জেনে নিই 56 ইঞ্চি কে সগর্বে 56 ইঞ্চি বলার কারণ গুলি ....
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি হট লাইনে কথা বলতে পারে বিশ্বের মধ্যে কেবল দুজন ব্যক্তি, এক নরেন্দ্র মোদী জী আর দ্বিতীয় হলো ডোনাল্ড ট্রাম্প ! কিন্তু কেন ? কত ক্ষমতাবান হলে তবেই তা সম্ভব কখনো কি ভেবেছেন ??
ডলারের যুগের অবসান ঘটিয়ে ইরানের থেকে তেলের চুক্তি হয়েছে টাকার বিনিময়ে !এছাড়া রাশিয়া,ফ্রান্স, জার্মানী সহ বহু দেশের সাথে এখন থেকে ভারত চুক্তি করছে টাকার বিনিময়ে করবে,ডলার নয় ! সুকৌশলে ভারত কয়েক বছরের মধ্যে ইরানের চাবাহার বন্দর, শ্রীলঙ্কার বিমানবন্দর লিজে নিল। আফগানিস্তান,মঙ্গোলিয়া,ভিয়েতনাম, মালদ্বীপ ইত্যাদি কয়েকটি দেশে ভারত সামরিক ঘাঁটি গড়ল ! যার জন্য চিন,পাকিস্তান ভারতের চোখ তুলে তাকাতে হাজারবার ভাববে! তবে ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা মোদী জীর ঠিক হয়নি !
আমাদের দেশকে প্রায় দুশো বছর পর্যন্ত গোলাম
বানিয়ে রাখা ব্রিটেনে ৫৩ দেশের মিটিংএ নরেন্দ্র মোদী জী সভাপতি ছিলেন ! স্বাধীনতার এত বছর পরেও এখনো পর্যন্ত কোনও প্রধানমন্ত্রীর এমন হিম্মত দেখতে পেয়েছেন? তবে মোদীর ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা মোদীমোদী জীর ঠিক হয়নি !
ইউনাইটেড নেশন(UN)" এর মানবাধিকার পরিষদে ভারতের বড় জয় সেদিনই হয়েছিল যেদিন ভারত রাষ্ট্রপুন্জের ১৮৮ দেশের ভোট পেয়ে সমর্থন ও সদস্য পদ লাভ করেছিল। তবে ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটিরকোটি ফুর্তি করে আসাটা মোদী জীর ঠিক হয়নি !
কুলভূষণ যাদবের জন্য ICJ তে মামলা করে ফাঁসি রুকে দিয়েছেন। তবে মোদী জীর ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা ঠিক হয়নি !
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ২৫ টি দেশের লিষ্ট
প্রকাশিত হয়েছিল,যেখান ভারত চতুর্থ স্থানে !
আমেরিকা,রাশিয়া আর চীনের পরেই স্থান! এমনি এমনি হয়ে গেলো ??তবে ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা মোদী জীর ঠিক হয়নি !
বিগত ৬ বছরে শুধু একটা পুলবামা ছাড়া পাকিস্তান বড় কোনো হামলা করতে পারেনি আর তার পরিণামে বারে বারে Surgical Strike করে পাকিস্তান কে নাস্তানাবুদ করে ISI ও হিজাবুলদের খতম করানা হয়েছে এখন জঙ্গিরা ঢোকার আগে ৫০০ বার ভাবে ! পাকিস্তান আক্রমণের আগে হাজার বার ভাবে আর চীন চোখ তুলে তাকাতে ভয় পায় ! কিন্তু কেন ? কখনও ভেবেছেন? তবে মোদীর ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা মোদী জীর ঠিক হয়নি !
বিশ্বের সবচেয়ে বড় মিসাইল টেকনোলজি গ্রুপ MTCR এ ভারত প্রবেশ করল, গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া গ্রুপে অন্তর্ভুক্ত হলো,Wassay গ্রুপে প্রবেশ করল ভারত - মাত্র ৬ বছরে !ফলে বিশ্বের যেকোনো দেশের থেকে মিসাইল দেওয়া-নেওয়া,মিসাইল টেকনোলজি দেওয়া নেওয়া করতে পারবে ভারত ! বিশ্বের দ্বিতীয় দ্রুত গতি সম্পন্ন সুপারসোনিক ICBM Agni-5 এর সাহায্যে এলিট গ্রুপে প্রবেশ করেছে ! বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন সুপারসোনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস মিসাইল নির্মাণ রাশিয়ার সাথে যৌথ উদ্যোগে ! রাশিয়ার কাছ থেকে শক্তিশালী S-400 Triumph আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ চুক্তি ও তার কার্যকরন হলো ! তবে মোদীর ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা মোদী জীর ঠিক হয়নি !
এক লক্ষ কোটি পেরিয়ে গেল জি.এস.টির মাসিক ট্যাক্স আদায় ! এটাই হল চাওয়ালার অর্থশাস্ত্র। তবে মোদীর ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা মোদী জীর ঠিক হয়নি !
সৌরবিদ্যুৎ,সৌরশক্তি উৎপাদনে আমেরিকা ও জাপানকে পিছনে ফেলে ভারত দ্বিতীয় স্থান দখল করেছে । তবে মোদী জীর ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা ঠিক হয়নি !
চীন,আমেরিকা ও জাপান বেশ চিন্তায় পড়ে গেছে ভারতের অর্থনীতির জিডিপির বৃদ্ধির হার দেখে।ভারতের জিডিপি ৮.২% যেখানে চীনের ৬.৭%।তবে ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা মোদী জীর ঠিক হয়নি !
জল,স্থল এবং আকাশ তিন ক্ষেত্রেই সুপার সোনিক মিশাইল আক্রমনকারী প্রথম দেশ হল ভারত এবং 2024 সালের মধ্যে মিসাইল প্রুফ দেশ হিসাবে বিশ্বে প্রথম আত্মপ্রকাশ করতে চলেছে ভারত । তবে ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা মোদী জীর ঠিক হয়নি !
অসমে বিশ্বের সবচেয়ে বড় দোতলা বোগিবিল
ব্রিজ নির্মাণ হলো,গুজরাট এ বিশ্বের সবচেয়ে বড় statue নির্মাণ হলো যা বিশ্বের কাছে ভারতের যেমন গর্বের বিষয় তেমনি পর্যটকদের কাছথেকে অনেক আয় হচ্ছে ও আরও হবে। তবে ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা মোদী জীর ঠিক হয়নি !
বিগত ৭০ বছরে পাকিস্তানকে আমরা গরীব দেখিনি,কিন্ত মোদী জী আসার পর থেকেই পাকিস্তান
ভিখারী দেশে পরিনত হলো ! কিন্তু কেনো?
কখনো কি এসব নিয়ে ভেবেছেন ?? কারন গোপনে পাকপ্রেমী কংগ্রেস অর্থ এবংঅন্যান্য সাহায্য করত ! তার উপর মোদীর নোটবন্দি পাকিস্তানের নকল নোট কারবারের অন্ত ঘটিয়েছে । তবে মোদী জীর ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা ঠিক হয়নি !
অর্থনীতিতে বৃটেন, ফ্রান্স কে টপকে ভারতের
অবস্থান আজ পঞ্চম স্থানে !অটো মার্কেটে জার্মানিকে ছাপিয়ে ভারত আজ চতুর্থ স্থানে !বিদ্যুৎ উৎপাদনে রাশিয়াকে ছাপিয়ে ভারত আজ তৃতীয় স্থানে !মোবাইল উৎপাদনে ভিয়েতনামকে ছাপিয়ে এবংটেক্সটাইল শিল্পে ইতালিকে ছাপিয়ে এবং স্টিলউৎপাদনে জাপানকে ছাপিয়ে ভারত আজ দ্বিতীয় স্থানে!চিনি উৎপাদনে ব্রাজিলকে টপকে ভারত আজপ্রথম স্থানে। তবে ৮৫ টি দেশে গিয়ে ২০০০ কোটির ফুর্তি করে আসাটা মোদী জীর ঠিক হয়নি !
ক্ষমতার মাত্র ছয় মাসের মধ্যেই সেনাবাহিনীর
হাতের বেড়ি খুলে আক্রমণএর স্বাধীনতা
দিয়েছেন, চার বছরের মধ্যেই সেনাদের বুলেট
প্রুফ জ্যাকেট ও হেলমেট হতে তুলে দিয়েছেন। যা কোনো সরকার করেনি !
মাত্র চার বছরের ক্যারিয়ার এ ইনি দু" দুবার
বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান হয়েছেন ! যা বিগত ৭০ বছরে কোনো প্রধানমন্ত্রী এমন ক্ষমতা দেখাতে পারে নি !
কাশ্মীরে পাথরবাজরা আজ ঠান্ডা,জঙ্গিরা আজ
ঠান্ডা, কাশ্মীর প্রায় নিয়ন্ত্রণে ! কি করে সম্ভব ??কখনো কি ভেবেছেন??রাম মন্দির নিয়ে ৭০০ বছরের সমস্যা সমাধান হয়ে গেছে ।
মুসলমান মহিলাদের সুরক্ষিত করতে তিন তালাক বিল আইন প্রণয়ন করে সমাধান। ৭০ বছরের পুরোনো সমস্যা কাশ্মীর থেকে ৩৭০, ৩৫এ হটিয়ে এক নিশান এক বিধান,এক প্রধান মান্যতা দিয়ে নিমেষে সমস্যাসমাধান করে দিলেন !
৩.৫ কোটি গরিবের মাথায় ছাদ ও ৩.৫ কোটি গরিবমায়েদের জন্য এল.পি.জি. সুবিধা করে দিলেন কৃষকদের বছরে দুবার ৬০০০টাকা করে সহায়তা।
সকল মহিলাদের জন্য শৌচালয় তৈরী করে মহিলাদের মাঠে ঘাটে শৌচকর্ম থেকে বিরত করলেন তাতে নানাবিধ মহিলা ঘটিত রোগ নিরাময় করা সম্ভব করলেন
ভারতের কয়েক লক্ষ বেসরকারি,বেআইনি
কোম্পানি সিজ করা হয়েছে, আয়কর অনেক
বেড়েছে,অসৎ ব্যবসায়ীরা ভস্মে ঘি ঢেলেছে,
কংগ্রেসের আমলে ব্যাংক থেকে ধার নেওয়া
ব্যক্তিরা মোদীর ভয়ে আজ বিদেশে পালাচ্ছে !
বিজয় মাল্য বা নীরব মোদীর মতো চোরগুলোর
বিদেশ থেকে দেশে আনার চেষ্টা চালাচ্ছে মোদী
সরকার এবং বিভিন্ন দেশ বাধ্য হচ্ছে এই
অপরাধীদের ফেরত পাঠাতে শুধুমাত্র কৌশলি
বিদেশ নীতির কারণে ! আজ আরবের মতো
দেশ ও ছোট রাজন এর মতো সন্ত্রাসকে ফেরত
পাঠাতে বাধ্য হচ্ছে ! আরবের মতো মুসলিম
ঘাঁটিতে মাত্র কয়েক দিনে ১৫ লক্ষ গীতা বিক্রি
হয়েছে !
কিন্তু কেন ? কিভাবে সম্ভব ? কখনো কি ভেবে দেখেছেন ?
অন্ধকার জগতে থাকতে থাকতে আমরা
এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে,আলোর মহিমাই
একদম ভুলে গেছি ! তাই কেউ দীপ জ্বালিয়ে
নতুন পথের সন্ধান দিতে এলে তার উপর আগে
ঝাঁপিয়ে পড়ি !
বিগত ৭০ বছর ধরে একটা পরিবার দিনের পর
দিন ধরে দেশবাসীকে বোকা বানিয়ে এ দেশকে
লুটে গেল, হিন্দুস্থানকে ইসলাম রাষ্ট্র বানাবার
ছক কষে গেলো,আর আমরা নাকি বুদ্ধিজীবী
হিসাবে নিজেদের খুব চালাক মনে করি !
দেশে চোর, লুটেরা,দেশদ্রোহী,ধান্দাবাজদের
সংখ্যা টা এত বেশি হয়ে গেছে যে তারা আজ
বিদেশে গিয়েও কুৎসা রটাতে ছাড়ছে না !
তারা আজ পাগলা কুকুর হয়ে উঠেছে, যাকে
যেখানে পাচ্ছে সেখানেই কামড়াচ্ছে !
দেশের সব দুর্নীতিগ্রস্থ দলের নেতারা নিজেদের
মধ্যে বিবাদ মিটিয়ে একজোট হয়েছে।
প্রতিনিয়ত চক্রব্যূহ রচনা করে চলেছে তারা !
তাই সি.এ.এ. এন.পি.আর. নিয়ে ভ্রমিত করছে
এবং নাম করা শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে দেশ বিরোধীদের আখড়া করে তুলছে এবং ভবিষ্যতে
দেশটাকে আবার টুকরো করার চক্রান্ত করছে
কিন্তু উপযুক্ত গুরুর উপযুক্ত শিষ্য অর্জুন এর
মতোই চক্রব্যূহ কিভাবে ভাঙতে হয় সে ক্ষমতাও
মোদী জীর আছে !
মাত্র দেড়-দুই দশকে ইজরায়েলের মতো ক্ষুদ্র
দেশ যদি বিশ্বের অন্যতম ক্ষমতাশালী দেশের
তকমা পেতে পারে সেখানে ভারতের মতো
বৃহৎ স্বনির্ভর দেশের ৭০ বছর ধরে আজও
এত struggle করতে হচ্ছে ? কেনো আজও
দেশ এত অন্ধকারে, এত অতলে !
রহস্য তাহলে কোথায়,কখনও কি ভেবেছেন ?
নাকি অন্ধকারে থাকতে থাকতে ওটাকেই
আলোর পথ ভেবে বসে আছেন !
দেশের জন্য কিছু করতে চাইলে শিক্ষার চেয়ে
দেশপ্রেম আর মাটির প্রতি কৃতজ্ঞতাবোধ
যথেষ্ঠ ! কারণ এদেশে শিক্ষিত ব্যক্তিত্বরাই
দেশের সবচেয়ে বেশি সর্বনাশ করে !
উপযুক্ত গুরু অটল বিহারী বাজপেয়ী জীবন কে পেয়ে ছিলেন নরেন্দ্র মোদী জী, তবে তিনি যা সাহস করে উঠতে পারেনি,মোদী জী তা করে দেখিয়েছেন। আর এজন্যই ইনি ভারতবর্ষের প্রথম ৫৬ ইঞ্চি
ছাতির প্রধানমন্ত্রী !
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................