১.৭ লক্ষ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা।

*মাননীয়া কেন্দ্রীয় বিত্ত মন্ত্রী নির্মলা সিতারমন এর সংবাদ সম্মেলনের মূল অংশ*

*১.৭ লক্ষ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা;*

*এই প্রকল্পের আওতায় আগামী তিন মাস ধরে ৮০ কোটি ভারতীয়দের জন্য বিনা মূল্যে ৫ কেজি চাল বা গম দেওয়া হবে।*

  *সমস্ত অগ্রণী যোদ্ধা যথা  আশা কর্মী, চিকিৎসক, নার্স, প্যারামেডিকস ইত্যাদি দের প্রধানমন্ত্রী কল্যাণ যোজনার অংশ হিসাবে ৫০ লক্ষ টাকা মেডিকেল বীমা কভার প্রদান করা হবে।*
 
*মহিলা জন ধন অ্যাকাউন্টধারীরা আগামী তিন মাসের জন্য প্রতি মাসে ৫০০ টাকার Ex-Gratia পাবেন, এই পদক্ষেপে ২০ কোটি নারী উপকৃত হবেন*
 
*নগদ স্থানান্তরের ক্ষেত্রে যা মূলত ডিবিটি-র অধীনে রয়েছে সেখানে আটটি নির্দিষ্ট গ্রুপের লোকদের আওতায় আনা হবে।  এর মধ্যে রয়েছে কৃষক, মনরেগা সুবিধাভোগী, দরিদ্র বিধবা, দরিদ্র প্রতিবন্ধী, জন ধন যোজনা অ্যাকাউন্ট থাকা মহিলা এবং উজ্জ্বলা যোজনার আওতাধীন মহিলা, সেলফ হেল্প গ্রূপে-র মহিলা, EPFOর আওতাধীন মহিলা কর্মচারী, নির্মাণ শ্রমিক।*
 
*পরবর্তী তিন মাস প্রতি মাসে অতিরিক্ত 1 কেজি পছন্দের ডাল জাতিয় শস্য বিনামূল্যে পাওয়া যাবে।*
 
 *উজ্জ্বলা প্রকল্পটি তিন মাসের জন্য বিনামূল্যে সিলিন্ডার সরবরাহ করবে, যা দারিদ্র্যসীমার পরিবারগুলির নীচে প্রায় 8.3 কোটি উপকৃত হবেন।*
 
 *মনরেগায় মজুরি বৃদ্ধি, শ্রমিক প্রতি অতিরিক্ত মজুরি ২ হাজার টাকা।৫ কোটি পরিবার উপকৃত হবেন।*
 
 *বিধবা, প্রবীণ নাগরিক এবং বিভিন্নভাবে অক্ষম ব্যক্তিরা  টাকার অতিরিক্ত এককালীন এক হাজার টাকা পাবেন।এর ফলে তিন কোটি মানুষ উপকৃত হবেন।*

 *63 লক্ষ মহিলা র স্বনির্ভর গোষ্ঠীর জন্য সুদ মুক্ত লোন, দ্বিগুণ হয়ে ২০ লাখ টাকা করা হয়েছে,  এই সিদ্ধান্ত সাত কোটি পরিবারকে প্রভাবিত করবে।*
*কেন্দ্রীয় সরকার নিয়োগকর্তা ও কর্মচারীদের জন্য তিন মাসের জন্য ইপিএফ কন্ট্রিবিউশন(24%) প্রদান করবে,সেই সব প্রতিষ্ঠানের জন্য যেখানে 100 জন কর্মচারী এবং 90% কর্মচারী প্রতি মাসে 15,000 টাকারও কম আয় করেন।*

*সংগঠিত ক্ষেত্রের জন্য, প্রভিডেন্ট ফান্ড প্রকল্পের বিধিগুলি সংশোধন করা হবে অ্যাকাউন্টে 75% অর্থের  অপরিশোধযোগ্য  অগ্রিম প্রদানের  অথবা তিন মাসের বেতন (যেটা কম হবে) মঞ্জুরি দেওয়ার জন্য।*
 *করোনারভাইরাসটির চিকিত্সা পরীক্ষা ও স্ক্রিনিং বাড়ানোর জন্য কেন্দ্র,রাজ্য সরকারগুলিকে 'জেলা খনিজ তহবিল' ব্যবহার করার অনুরোধ করেছে।*
 
 *ঘোষণাগুলি কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে।*

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted