সেই মোদির ডাকেই সবাই সাড়া দিলো! হেফাজত বা চরমোনাই কেউ খাউজানি নিয়া উপস্থিত হয় নাই। করোনা আক্রান্ত ভারতে গজওয়াতুল হিন্দ চালাতে কেউ রাজি নয়। মোদিকে তথা ভারতকে লিডার মানতে এখন পাকিস্তানেরও আপত্তি নাই। ভিডিও কনফারেন্সে তাই মোদির এক ডাকেই দক্ষিণ এশিয়া এক টেবিলে। করোনাই বুঝিয়ে দিল গোটা উপমহাদেশে একটি একক যুক্তরাজ্য গঠন করাই মঙ্গলজনক। সবচেয়ে ভাল হয় মহাদেশ ভিত্তিক বৃহৎ যুক্তরাজ্য ব্যবস্থা। "দেশপ্রেমিক " "জাতীয়তাবাদী" মানুষের এসব কথা সহ্য হবে না। তবে করোনাই শেষ নয়। পৃথিবীতে আরো জটিল সমস্যা সমাগত যা সীমানা প্রাচীর পেরিয়ে যৌথ রাষ্ট্র নীতির দরকার হবে। এই লড়াইয়ে খন্ডিত পৃথিবীর চাইতে অখণ্ড পৃথিবী বেশি উপযুক্ত হবে।
ভিডিও কনফারেন্সে দেখা গেলো ভারতের সঙ্গে যৌথ গবেষণা, অভিজ্ঞতা লেনদেন ও আঞ্চলিক স্বাস্থ্য বিষয়ক সম্পর্ক জোরদার করার বিষয়ে সার্কের সবকটা দেশই একমত। বাংলাদেশ পাকিস্তান মালদ্বীপ আফগানিস্তান যারা মাত্রই কয়েকদিন আগে মুসলিম উম্মাহ ঐক্য দৃঢ় করতে পরস্পর ব্যবসা বাণিজ্য পর্যটন বাড়াতে ও নিজেদের মধ্যে মুসলিম বিশ্বের শক্তি অর্জন করতে তাগিদ দিয়েছিল। ...কোথায় এখন সেই মুসলিম উম্মাহ আর তার ওআইসি? ইরান বিশ্ববাসীর সহায়তা চাইছে। "মুসলিম বিশ্বের" নয়!
...পৃথিবীটা যেন হঠাৎ মানবিক হয়ে উঠছে!
আল আকসা মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। চরমোনাই পীর সাপ আর শফি হুজুর জন্য দুঃসংবাদ এখানে ইজরায়েলের কোন হাত নাই। করোনা ভাইরাসই আল আকসা বন্ধ করে দিয়েছে।
মুমিন যেখানে কোন পিছুটানেই জিহাদের ময়দান ত্যাগ করবে না সেখানে আইএস করোনা ভাইরাসের কারণে জিহাদে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছে!
সবাই চেয়ে আছে "কাফেরদের" দিকে যাদের জন্য রয়েছে অনন্তকালের দোযগের আগুন! তাদের হাত দিয়ে করোনার ভ্যাক্সিন বের হলেই ওটা খেয়েই আবার জিহাদ শুরু হবে ...।
করোনা একটা শিক্ষা। পৃথিবীবাসী সেই শিক্ষাটা নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় ...।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................