"অহিংসা পরম ধর্ম হতে পারে কিন্তু দেশের পক্ষে ক্ষতিকর"
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ
অহিংসা পরম ধর্ম। এই ধর্ম তত্ব আউড়ে ভারতীয় হিন্দুদের চরম সর্বনাশ হয়েছে। অনেকে আমার সঙ্গে সহমত হবেন না। কিন্তু আমি বিশ্বাস করি, হিন্দুদের সর্বনাশ করেছেন সম্রাট অশোক এবং পরবর্তিতে সাবরমতি আশ্রমের এক ‘অহিংসাবাদী’।
বৌদ্ধ যুগে হিন্দুদের ক্ষত্রিয়ধর্ম আর রইলো না। হিন্দু রাজারা নিজেদের সৈন্যবাহিনী কে আধুনিক করার কোনো চেষ্টা করেন নি। আরবীদের কামান ছিলো, তা এরা জানতো কিন্তু নিজের সৈন্য বাহিনীতে তার প্রচলন ছিলো বলে জানা যায় না। গোলন্দাজদের সঙ্গে খালি পায়ে, বর্ম বিহীন, শুধু তলোয়ার নিয়ে কি যুদ্ধ জেতা যায়? ঠিক এই কারনে, সংখ্যায় অনেক কম ‘জেহাদী সৈন্য’ দের সঙ্গে সংখ্যায় অনেক বেশী হিন্দু সৈন্যের পরাজয় হয়।
আর একটি চরম ভুল হিন্দুরা বার বার করেছে। সেটা হলো, “ক্ষমাহি পরম ধর্ম”। দেশ রক্ষার জন্য এই ‘অচল আধুলি’ চলে না। বর্বর মহম্মদ ঘোরী কে পৃথ্বীরাজ ক্ষমা করে দিয়েছিলেন। কেনো????? ফল কি হয়েছিলো?????? কৈ, পৃথ্বীরাজকে তো ঘোরী ছেড়ে কথা বলেনি।
একটু বাস্তব সম্মত চিন্তা করলে কি হয় তা মহারাজ শিবাজী দেখিয়ে দিয়ে গেছেন। আওরংজেবকে ২৬ বছর দাক্ষিনাত্যে বসিয়ে রেখে মোঘল সাম্রাজ্যের ভীত ফোপরা করে দিয়েছিলেন। ‘শঠে শাঠ্যং সমাচারেত’ করে ‘আফজল খাঁ’ কে মেরে দিয়েছিলেন।
আমি তাই শ্রী কৃষ্ণ, চানক্য আর শিবাজীকে প্রকৃত হিন্দু মনে করি। চরকা চালিয়ে মাতৃভুমি ভাগ করা যায়, মহাত্মা বনে যাওয়া যায়।
দেশের সঙ্গে গদ্দারি আর কাকে বলে??????
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................