ভারতবর্ষে হাজার হাজার বছর আগে থেকেই যেখানে সেখানে মলত্যাগ নিষিদ্ধ। মূলত এই অভ্যাস বর্বর ইসলামিক আক্রমণের ফলে তাদের থেকে সংক্রামিত হয়।
" ন কৃষ্টে শষ্যমধ্যে বা গোব্রজে জনসংসদি,
ন বর্ত্মনি ন নদ্যাদিতের্থেষু পুরুষর্ষর্ভ।
নাপ্ সু নৈবাম্ভসস্তীরে ন শশ্মানে সমাচারেৎ
উৎসর্গো বৈ পুরীষস্য মুত্রস্য চ বিসর্জনম্। "
-- কর্ষিত জমিতে, শস্যক্ষেত্রে, অন্যরূপ জমিতে, গো-চারণ ভূমিতে, লোকালয়ের সমীপে, পথের পাশে, নদী বা তীর্থের নিকটবর্তী স্থানে, জলাশয়ে, জলাশয়ের তীরে অথবা শশ্মানে মল -মূত্র ত্যাগ করিবে না।
ভাবুন! যখন সারা পৃথিবীর মানুষ এইসব ব্যাপারে ওয়াকিবহাল ছিল না। কত প্রাচীনকালে এইরূপ নির্দেশ দেওয়া হয়েছিল।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................