ভারতবর্ষে হাজার হাজার বছর আগে থেকেই যেখানে সেখানে মলত্যাগ নিষিদ্ধ।

ভারতবর্ষে হাজার হাজার বছর আগে থেকেই যেখানে সেখানে মলত্যাগ নিষিদ্ধ। মূলত এই অভ্যাস বর্বর ইসলামিক আক্রমণের ফলে তাদের থেকে সংক্রামিত হয়।

" ন কৃষ্টে শষ্যমধ্যে বা গোব্রজে জনসংসদি,
ন বর্ত্মনি ন নদ্যাদিতের্থেষু পুরুষর্ষর্ভ।
নাপ্ সু নৈবাম্ভসস্তীরে ন শশ্মানে সমাচারেৎ
উৎসর্গো বৈ পুরীষস্য মুত্রস্য চ বিসর্জনম্। "

-- কর্ষিত জমিতে, শস্যক্ষেত্রে, অন্যরূপ জমিতে, গো-চারণ ভূমিতে, লোকালয়ের সমীপে, পথের পাশে, নদী বা তীর্থের নিকটবর্তী স্থানে, জলাশয়ে, জলাশয়ের তীরে অথবা শশ্মানে মল -মূত্র ত্যাগ করিবে না।

ভাবুন! যখন সারা পৃথিবীর মানুষ এইসব ব্যাপারে ওয়াকিবহাল ছিল না।  কত প্রাচীনকালে এইরূপ নির্দেশ দেওয়া হয়েছিল।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted