ছোঁয়াচে রোগের অস্তিত্ব অস্বীকার করা হাদিসগুলো বিকৃতির চেষ্টা করার পরে এবারে করোনার দোহাই দিয়ে মুমিন ভাইরা 'মুখে মাস্ক লাগিয়ে' 'কাতারের মাঝে এক/দেড় মিটার করে ফাঁক রেখে' জামাতে নামাজ পড়ছেন মসজিদে গিয়ে। কিন্তু এভাবে নামাজ পড়া কি ইসলামসম্মত?
১। মাস্ক পরে নামাজ পড়া যাবে না কেননা সালাতের সময়ে মুখ ঢাকতে নিষেধ করা হয়েছে।
(সুনানে আবু দাউদ ৬৪৩, সুনানে ইবনে মাজাহ ৯৬৬)
২। কাতারে ফাঁক রেখে, কাতার পূর্ণ না করে সালাত/ নামাজ পড়া যাবে না। কারণ-
-কাতার সোজা করা সালাত পূর্ণ করার অন্তর্ভুক্ত
-কাতারে ফাঁক বন্ধ করে কাতার পূর্ণ করলে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেয়
-কাতারে কাঁধে কাঁধ মেলালে আল্লাহও তাকে তারঁ রহমাত দ্বারা মিলাবেন এবং কাতারে ফাঁক রাখলে আল্লাহও তাকে তাঁর রহমাত হতে ছিন্ন করবেন
-ফেরেশতাদের মত গায়ে গায়ে লেগে কাতারবদ্ধ হতে হবে
-কাতার পূর্ণ করার জন্য কাঁধ নরম করে দাঁড়াতে হবে
-কাতারে কাঁধে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, গোড়ালির সাথে গোড়ালি মেলাতে হবে
-শুধুমাত্র শেষ কাতারই অপূর্ণ থাকতে পারে
-কাতার সোজা না করলে আল্লাহ মুখমণ্ডল বিকৃত করে দেবেন
-কাতারে ফাঁক থাকলে শয়তান প্রবেশ করে
(সহিহ মুসলিম ৮৫৪, ৮৬১, ৮৬৫
সুনানে আবু দাউদ ৬৬১, ৬৬২, ৬৬৩, ৬৬৬, ৬৬৭, ৬৬৮, ৬৭১, ৬৭২
সুনানে ইবনে মাজাহ ৯৯২, ৯৯৩, ৯৯৪, ৯৯৫
সুনানে নাসাঈ ৮১৫,৮১৯)
প্রতিটি হাদিস পূর্ণরূপে পড়তে চাইলে,
https://www.shongshoy.com/archives/18448
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................