হজ্জ বন্ধের ইতিহাস।

হজ্জ বন্ধের ইতিহাসঃ

প্রথমবার হজ্জ বাতিল হয়েছিল ৮৬৫ খ্রিস্টাব্দে, সেটা আব্বাসীয়দের আমল, ইসমাঈল বিন ইউসুফের মক্কা আক্রমণের কারণে। এরপর বন্ধ হয়েছিল ৯৩০ সালে। কট্টর শিয়া গ্রুপ কারমাতিদের আক্রমণে সে বছর ৩০ হাজার হাজী শহীদ হয়েছিল। তারা হাজীদেরকে হত্যা করে তাদের লাশ জমজম কুপে ফেলে দিয়েছিল। ফিরে যাওয়ার সময় সাথে করে হাজরে আসওয়াদ বাহরাইনে নিয়ে গিয়েছিল। হাজরে আসওয়াদ পুনরুদ্ধার হওয়ার পূর্ব পর্যন্ত এক দশক হজ্ব বন্ধ ছিল।

৯৮৩ থেকে ৯৯০ সাল পর্যন্ত হজ্ব বন্ধ ছিল রাজনৈতিক কারণে। ইরাক ও সিরিয়া ভিত্তিক আব্বাসীয় খিলাফত এবং মিসর ভিত্তিক ফাতেমীয় খিলাফতের মধ্যকার দ্বন্দ্বের কারণে সেবার ৮ বছর পর্যন্ত হজ্ব বন্ধ ছিল। শুধু যুদ্ধ-বিগ্রহ না, মহামারীর কারণেও হজ্ব বন্ধ ছিল। ১৮১৪ সালে হেজাজ প্রদেশে প্লেগের কারণে ৮,০০০ মানুষ মারা যাওয়ায় হজ্ব বাতিল করা হয়।

এরপর ১৮৩১ সালে ভারত থেকে যাওয়া হজ্বযাত্রীদের মাধ্যমে মক্কায় প্লেগ রোগ ছড়িয়ে পড়ে এবং চারভাগের তিনভাগ হাজী মৃত্যুবরণ করে। ফলে সে বছরও হজ্ব বাতিল করা হয়। ১৭৯৮ সালে ও হজ্জ বন্ধ ছিলো যখন নেপোলিয়ন ইজিপ্ট দখল করেন। এছাড়া ১৮৩৭ থেকে ১৮৫৮ সালের মধ্যে প্লেগ এবং কলেরার রোগের কারণে তিন বারে মোট ৭ বছর হজ্ব বন্ধ ছিল।

তথ্যসূত্রঃ হারাম শরিফের ওয়েবসাইট, মিডলইস্ট আই, টিআরটি, দ্য নিউ আরব।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted