ইসলামী নিয়ম মতে একজন মুসলিমকে হাঁচি দেওয়ার পর শব্দ করে "আলহামদুলিল্লাহ" বলতে হয়। এর মানে আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানানো। যিনি হাঁচির শব্দ শুনবেন উনাকেও শব্দ করে বলতে হয় "ইয়া আরহামু কুমুল্লাহ"। এরপর যিনি হাঁচি দিয়েছেন উনাকে পূণরায় শব্দ করে বলতে হয়, "ইয়া আহদি কুমুল্লাহ"। ইসলামের বিধিবিধান এটাই। হুজুররা বলেন, হাঁচির সময় মানুষের রুহ অর্থাৎ প্রাণস্পন্দন থেমে যায়। হাঁচির পর সেই প্রাণ পূণরায় ফিরে আসে দেহে। সেজন্য হাঁচির পর আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য দোয়া পড়তে হয়।
এখন সারা পৃথিবীতে করোনা আতংক বিরাজ করছে। করোনার প্রধান উপসর্গ হাঁচি-কাশি। এখন কেউ যদি জনসমক্ষে হাঁচি দেয় সেই লোক কি "আলহামদুলিল্লাহ" বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন? কিংবা যিনি হাঁচি শুনবেন তিনি কি "ইয়া আরহামু কুমুল্লাহ" বলবেন নাকি হাঁচির শব্দ শুনা মাত্রই দৌড়ের উপর থাকবেন?
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................