কাশ্মীরকে কেমন করে গ্রাস করলো ইসলাম।

কাশ্মীরকে কেমন করে গ্রাস করলো ইসলাম
--------------------------------------------------------
দিল্লীর সুলতানরা পৌত্তালিকদের প্রতি উদারতা দেখাচ্ছে এই অজুহাতে দিল্লী আক্রমন করল তৈমুর লঙ । দীপালপুর, ভাতনেইর লুঠ করে তৈমুরের দুর্ধষ বাহিনী অগনিত হিন্দুর রক্তে দিল্লী নগরী রাঙিয়ে দিল । বেশ কয়েকদিন ধরে পৈশাচিক হত্যাকান্ড ও লুঠের পর তৈমুর সিরি, জাহাপনা ও পুরোনো দিল্লী সহ আরো তিনটি শহরে ঢুকে একইরকম লুঠ ও হত্যাকান্ড ঘটালো ! দিল্লী হত্যাকান্ড এমন পৌশাচিক এবং এত পরিমান মানুষকে হত্যা করা হয়েছিল যে, এই কান্ডের পর দুমাস পর্যন্ত দিল্লীর আকাশে কোন পাখি উড়ে নি :
" So complete was the desolation that the city (Delhi) was utterly ruined, and those of the inhabitants who were left died while for two whole months not a bird moved wings in Delhi."[Cambridge History Of India, Vol III, page 201]

ঐতিহাসিকরা বলে থাকেন তৈমুর সব মিলিয়ে ১৭ মিলিয়ন মানুষ হত্যা করেছিল যা সেই সময়ের পৃথিবীর মোট জনসংখ্যার ৫-৭% !! (wiki) । তৈমুর আত্ম জীবনীতে লিখছে : 'দিল্লিতে আমি ১৫ দিন ছিলাম। দিনগুলি বেশ সুখে ও আনন্দে কাটছিল। দরবার বসিয়েছি, বড় বড় ভোজ সভা দিয়েছি। তারপরেই মনে পড়ল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেই আমার হিন্দুস্থানে আসা। খোদার দয়ায় আমি সর্বত্রই আশাতীত সাফল্য পেয়েছি। লক্ষ লক্ষ কাফের হিন্দু বধ করেছি। তাদের তপ্ত শোনিতে ধৌত হয়েছে ইসলামের পবিত্র তরবারি তাই এখন আরাম-আয়েসের সময় নয় বরং কাফেরদের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধ করা উচিৎ।'

তৈমুরের এই নারকীয়তা এত পৈশাচিক হয়েছিল যে, বিভিন্ন স্থানে মুসলমান রাজকর্মচারীরা এই খবর জায়গায় জায়গায় প্রচার করে হিন্দুদেরকে ইসলাম গ্রহন করতে আদেশ দিয়েছিল অন্যথায় তারা তৈমুরের বাহিনীকে খবর দেবে বলে শাসিয়েছিল ! ভয়ার্ত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছিল । সিকান্দার শাহ কিছু কম ছিল না ! এক ব্রাম্মন "হিন্দু ধর্ম ইসলাম ধর্ম অপেক্ষা কোন অংশেই হীন নহে"- বলার অপরাধে সুলতানের আদেশে প্রাণ হারিয়েছিল । সে ছিল প্রচণ্ড হিন্দু বিদ্বেষী ও ইসলাম ধর্ম মতে পরম ধার্মিক মুসলমান শাসক । তার অত্যাচারে এবং আদেশে কাশ্মীরের হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহন করতে বাধ্য হয়েছিল।

(সুত্রঃ- ভারত ইতিহাস কথা, ডক্টর কে সি চৌধুরী )

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted