কল্পনা চাকমা পাহাড়ি ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র।

১৯৭৬ সালের আজকের এই দিনেই কল্পনা চাকমার জন্ম।"হিল উইমেন্স ফেডারেশনকে" হাতিয়ার হিসেবে নিয়ে নিজের উজ্জ্ল সংগ্রামী চেতনাকে জানান দেন খুব অল্প সময়ে।সংগ্রামী জনতাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন



দিয়েছেন জ্বালাময়ী বক্তৃতা।এই কল্পনাই সেনাবাহিনীর সামনে আঙ্গুল তুলেই কথার জবাব দিতেন।ভয় জিনিস টা আসলেই কি সেটা বোধই তার কাছে কাল্পনিক।সেজন্য খুব অল্প সময়ে শাষকগোষ্ঠির মূল টার্গেটে পরিনত হন।তার সংগ্রামী চেতনা আমার বর্ননা দেয়া কঠিন কিছু কিন্তু সেসময় যারা তার সহকর্মী,চেনা পরিচিত ছিল তারাই কাছ থেকে দেখেছে,জেনেছে কল্পনা চাকমা জুম্মজাতির মুক্তির সংগ্রামে কত বড় উজ্জল নক্ষত্র ছিল।ব্রিটিশ বিরোধী আন্দোলনে মধ্যে জন্ম হওয়া "প্রীতিলতা" থেকে পার্বত্য চট্টগ্রামে "শাষকশোষন বিরোধী" সংগ্রামের কল্পনা কোন অংশেই কম না।তাই মাত্র ২০ বছর বয়সে লেফট্যানেন্ট ফেরদৌসের নেতৃত্বে গভীর রাতে নিজ বাড়ি থেকে অপহরনে মাধ্যমে এই উজ্জল নক্ষত্র নিভে করে দেয়া হয়। মামলা এখনো বিচারাধীন কিন্তু এর নিষ্পত্তি আর হবেনা জানি কিন্তু যতদিন চেঙ্গী,মাইনি,কাঁচালং আবহমান থাকবে ততদিন জুম্মজাতির হৃদয়ে অমরত্ব হয়ে গেঁথে থাকবে এক উজ্জল নাম "কল্পনা চাকমা"।
-শুভ জন্মদিন কল্পনা চাকমা ।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted