আরবের_প্যারিস" খ্যাত লেবানন আজ কেন জঙ্গি রাষ্ট্র?? জানতে হলে পোস্টটি পড়তে হবে!!!

#আরবের_প্যারিস" খ্যাত লেবানন আজ কেন জঙ্গি রাষ্ট্র?? জানতে হলে পোস্টটি পড়তে হবে!!!

সত্তরের দশকে লেবানন এমন একটি দেশ ছিল যাকে 'আরবের স্বর্গ' বলা হতো এবং এর রাজধানী বেরুট কে সারা পৃথিবী 'আরবের প্যারিস' নামে জানতো।
লেবানন একটি উন্নয়নশীল, সহিষ্ণু এবং মাল্টিকালচারাল সমাজ ছিল ঠিক যেমন এখনকার ভারত বর্ষ!!
লেবাননে পৃথিবীর উৎকৃষ্ট বিশ্ববিদ্যালয়গুলি ছিল যেখানে পুরো আরব থেকে শিক্ষার্থীরা পড়তে আসত এবং ওইখানেই কাজ করতো ও থেকে যেত।
লেবাননের ব্যাংকিং ব্যবস্থা সারা পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ ব্যবস্থাগুলোর মধ্যে একটি ছিল।
তেলের ভান্ডার না থাকা সত্ত্বেও লেবাননের অর্থনীতি খুব মজবুত ছিল।
লেবাননের সমাজ কি রকম ছিল?এটা বুঝতে আমাদের একটি উদাহরণই যথেষ্ট যে, ষাটের দশকের একটি জনপ্রিয় হিন্দি ছবি 'An evening in Paris' এর শুটিং প্যারিসে নয়, লেবাননে হয়েছিল।
ষাটের দশকের পরের দিকে লেবাননে জিহাদি শক্তি মাথাচাড়া দিতে শুরু করে!😨
১৯৭০ এর দিকে যখন জর্ডানে অশান্তি শুরু হল, তখন লেবানন প্যালেস্টাইনের শরণার্থীদের জন্য দরজা খুলে তাদেরকে স্বাগত জানালো!!🤔🤔
১৯৮০ সাল আসার আগেই লেবাননের অবস্থা ঠিক সেই রকমই হয়ে গেল যেরকম টি আজকের 'সিরিয়া'কে আপনারা দেখতে পান।😨
লেবাননে শরণার্থী হিসেবে ঢুকে পড়া জিহাদিরা লেবাননের মূল বাসিন্দা খ্রিস্টানদের ঠিক সেইভাবেই মারতে লাগলো যেভাবে এখন সিরিয়ার মূল বাসিন্দাদের আইসিস জঙ্গিগোষ্ঠী মারছে!!😭
সম্পূর্ণ শহরের প্রায় পুরো খ্রিস্টান জনসংখ্যাকে মেরে ফেলা হলো। কেউ বাঁচাতে আসলো না।😢😢
কোন সমাজের খুব ছোট অংশ যদি 'উন্মাদ-জিহাদী' হয়ে যায় তাহলে সেখানকার শান্তিপ্রিয় সমাজের কোনো গুরুত্বই থাকেনা। এই ঘটনা সেই কথাটিকেই প্রমাণ করছে।
লেবাননের এই ঘটনা খুব বেশি পুরোনো নয় মাত্র ২৫-৩০ বছর পুরনো।
লেবাননের ইতিহাস থেকে অনেক কিছু শেখার প্রয়োজন আছে। কেউ শিখুক আর নাই শিখুক ভারতকে লেবাননের ইতিহাস থেকে অবশ্যই শেখার প্রয়োজন আছে।
রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ভারতের প্রান্ত রাজ্যগুলিতে বাস করা জিহাদিদের থেকে ভারত এবং ভারতবাসীকে অত্যন্ত সতর্ক থাকার প্রয়োজন আছে!!!🤔🤔
এইরকম জিহাদীদের সমর্থনকারী, বিনাশকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতেই হবে। এইসব বিনাশকারী শক্তিদের সমর্থনকারী পার্টি, বিভিন্ন সংস্থা এদের সঙ্গে যুক্ত মানুষদের সমাজের সর্বস্তর থেকে বিরোধ করা উচিত।

চুপ করে থাকবেন না। পড়ুন, বুঝুন এবং অন্যদেরকেও বোঝান।🙏

  (সংগৃহীত)

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted