জম্মু কাশ্মীরের হজরতবালে প্রফেট মহম্মদের এক বাল রাখা ছিল। ওই বালের পূজা হত নিয়মিত। ছবি নেই, মূর্তি নেই, কেবল একটা বাল। ১৯৬৩ সালে সেই বাল হারিয়ে গেল। এবং এই খবর দিকে দিকে ছড়িয়ে গেল। বাল হারালো হজরতবালে আর বাংলায় ৫০০০০ লোক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করল। তৎকালীন প্রধানমন্ত্রী এত চিন্তিত ও উদ্বিগ্ন হলেন যে সিবিআই চিফকে রাতারাতি প্লেনে হজরতবাল পাঠিয়ে দিলেন। বললেন, যে ভাবেই হোক বাল খুঁজে বার করো। সিবিআই চিফদের সেই সময়ে বাল খোঁজা ছাড়া আর কোন কাজ ছিল না। বাল তো খুঁজতেই হবে, প্রধানমন্ত্রীর হুকুম। একমাসের মধ্যে বাল খুঁজে পেল। প্রধানমন্ত্রীকে ফোন করে বলল, হুজুর বাল পেয়ে গেছি। প্রধানমন্ত্রী প্রশংসা করে বললেন, তোমরা খুব বড় একটা কাজ করেছ।
এ সমস্তই সিবিআই এর রেকর্ডে আছে।
খুঁজে পাওয়ার পর আবার নিয়মিত মহম্মদের বালের পূজা হতে লাগল।
কিন্তু ১৯৯০ সালে সাড়ে তিন লাখ কাশ্মীরি পণ্ডিত যখন রাতারাতি হারিয়ে গেল, কোথাও কোন আন্দোলন দেখা গেল না। সংসদে কোন হাঙ্গামা হল না, কোন সওয়াল উঠল না। দেশের প্রধানমন্ত্রীও বলে নি যাও খোঁজো ওদের।
~পুষ্পেন্দ্র কুলশ্রেষ্ঠ
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................