আমি আসলে কনফিউজ! ইচ্ছে করে শুধু সাহিত্য চর্চা করে কাটাই! একদিন সেটাই করতাম শুধু।
কিন্তু চারপাশের ধর্মান্ধ সাম্প্রদায়িক মানুষগুলি বারবার আমাকে ভাবতে বাধ্য করেছে আমার আসলে কি লেখা উচিত? এদেশে মানিক বন্দোপাধ্যায় দরকার না আরজ আলী? কিংবা মানিক হওয়ার চর্চা তো সবাই করে কিন্তু কে আর আরজ আলী হতে চায়? আজ সারাদিন গল্প লেখার মুডে ছিলাম। হঠাৎ এই ছবিটা দেখে স্তম্ভিত হয়ে গেলাম! মসজিদের পবিত্রতার জন্য পুজা মন্ডব সরিয়ে নিতে হবে! এসব ঘটনা এদেশের একজন হিন্দুর জন্য কতখানি আস্থাহীন করে তোলে! আমি কি আকাশ কালো করে নেমে আসা ঝুম বৃষ্টিতে ভেজা কদমের সুঘ্রাণের কথা লিখব না এই আস্থাহীনতার গল্প বলব?
রামুতে বৌদ্ধ পল্লীতে হামলার আজ আট বছরপূর্তি। আজ পর্যন্ত বিচার করতে পারেনি এই রাষ্ট্র। তাই পর্যাপ্ত পুলিশ প্রহরায় পূজা পার্বন অনুষ্ঠানে হয়ত সাম্প্রদায়িক সম্প্রীতি হয় কিন্তু আস্থাহীনতা পাথরের মত চেপে বসে। এদেশে অমুসলিম অবাঙালী মানুষগুলোর ভবিষ্যৎ কি?
কি লিখি? কি লিখব?...
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................