ইসলামের নবীকে নিয়ে সুখ্যাতি করেও খুন হতে হযেছিল লেখক ও প্রকাশক ভোলানাথ সেনকে।
কোলকাতায় বিখ্যাত বইয়ের দোকান ‘সেন ব্রাদার্স’-এর মালিক ভোলানাথ সেনকে তার দুইজন কর্মচারী সমেত ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দুইজন মুসলিম যুবক নৃশংসভাব খুন করে। ‘প্রাচীন কাহিনী’ নামে তৃতীয় ও চর্তুথ শ্রেণীর পাঠ্য হিসেবে একটি বই ভোলানাথ তার প্রকাশনি থেকে প্রকাশ করেছিলেন। বইটির লেখক স্বয়ং ভোলানাথ সেন। এটি সরকার পাঠ্য পুস্তক হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেই বইতে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের নামে যে চ্যাপ্টার ছিল সেখানে ভাল ভাল কথা বলে তাকে সম্মান করা হয়েছিল। কিন্তু সেখানে একটা ছবি ছাপা হয়েছিল যেখানে মসজিদে মুহাম্মদ দাঁড়িয়ে আছেন আর তার সামনে জিব্রাইল উপস্থিত। এই ছবিটি বৃটিশ মিউজিয়াম থেকে অনুমতি নিয়ে বইতে প্রকাশ করা হয়েছিল। অর্থ্যাৎ, এই ছবিটি বৃটিশ মিউজিয়ামে রক্ষিত আছে। কিন্তু ঢাকার একজন মুসলমান জমিদারের ধর্মানুভূতিতে প্রচন্ড আঘাত লাগে এই ছবি দেখে। সে কোলকাতায় এসে দুজন পাঞ্জাবী মুসলমান যু্বককে উদ্বুদ্ধ করে এর প্রতিশোধ নেয়ার জন্য। জমিদারের কথামত দুই যুবক ভোলানাথকে খুন করে যায় তার দুই কর্মচারী সমেত। বিপ্লবী নগেন্দ্রনাথ দত্ত এই সম্পর্কে স্মৃতিচারণ করেছিলেন, ১৯৩০ খ্রিস্টাব্দে আমরা যখন স্বদেশী করে আলীপুর জেলে ছিলাম তখন ঐ যুবক দুটিও এই জেলে ছিল। দেখতাম তাদের দেখতে মুসলমান নারী-পুরুষ এসে ভীড় করত। তারা তাদের ভক্তিশ্রদ্ধা জানিযে যেতো। পরে মুসলিম সমাজের কাছে তারা শহীদের মর্যাদা পেযেছিল। ইসলামের নবীকে নিয়ে সুখ্যাতি করেও খুন হতে হযেছিল লেখক ও প্রকাশক ভোলানাথ সেনকে।
রঙ্গিলা রসূলের প্রকাশক রাজপালের হত্যাকারী ইলমুদ্দিনের কেস বিনে পয়সায় লড়ার জন্য জিন্না মুম্বাই থেকে লাহোরে ছুটে এসেছিলেন।
ইলমুদ্দিনের জানাজার প্রথমেই ছিলেন ইকবাল।
ইকবাল বলেছিলেন এরকম ইলমুদ্দীন খুব ভাগ্যবান তাই এরকম শহীদ হওয়ার সৌভাগ্য হয়েছে।
ভারতে প্রাক্তন রাষ্ট্রপতি আবুল কালাম আজাদের জানাজায় যে সংখ্যায় মুসলিম ছিল তার থেকে কয়েকগুণ বেশী মুসলিম হাজির ছিল জঙ্গি ইয়াকুব মেমনের জানাজায়।
যুগের পর যুগ, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, মোরালিটি, ইথিক্স আপডেট হচ্ছে। মোট কথা মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন আসছে। থর, হারকিউলিস এখন কমিক্সে মানায়, ধর্মের বইতে না। কিন্তু একটা সম্প্রদায় আছে যারা এখনো মানুষের মত দেখতে কিন্তু আচার আচরন অমানুষের মত। দিন যত যাচ্ছে তারা হাজার বছর আগের ধ্যান ধারনা নিয়েই আছে। সভ্য জগতের জন্য বিপদজনক হয়ে উঠছে দিনকে দিন 😭😭
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................