ফেসবুকে একটা পেজ আছে -দেশভাগে যাদের হারিয়েছি ও অখন্ড বাংলার ইতিহাস । সেখানে জনৈক শামস আল ইসলাম মন্তব্য করেছে " সবাই খালি দাদুর জমিদারির গপ্পো বলে যায় কিন্তু অচ্ছুত , নমশূদ্র বা মুসলমানদের উপর অত্যাচারের গপ্পো কেউ বলে না " ।
মন্তব্য কারী নিঃসন্দেহে একজন মৌলবাদী মুসলিম । তার মন্তব্যের প্রেক্ষিতে লিখেছিলাম -" মুসলিম লীগ কি ব্রিটিশের বিরুদ্ধে নীলকর আর জমিদারদের অপসারণের জন্য লড়াই করেছিল না ধর্মীয় কারনে করছিল সেইটে আগে বলুন । চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কাজে সূর্যসেনের সহযোগী দের মধ্যে একজদ অন্ততঃ মুসলিমের নাম বলুন তো ।"
উত্তরে ঐ শামস আল ইসলাম লিখেছে -"ও তো ছিল আস্ত সন্ত্রাসী যেমন এখনকার কাশ্মীরীরা ।"
আমি এর উত্তরে লিখেছিলাম -" লজ্জা হওয়া উচিত আপনাদের ।"
তার উত্তরে সে লিখেছে -" কেন ? লজ্জা কেন হবে? কাশ্মীরীরা যদি সন্ত্রাসী হয় তাহলে ওইটা কোন চ্যাটের বাল ?"
তাহলেই বলুন এখন এই কথাটাই কি মনের মধ্যে আসে না যে বাঙ্গালী বিপ্লবীরা অযথাই নিজেদের প্রাণকে বিসর্জন দিয়েছিলেন । বৃটিশের বিরুদ্ধে কোন রকম লড়াই না করেই ওপারের মুসলিমরা একটা দেশ পেয়ে গেল যে দেশে অমুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক । শুধু তাই নয় । 1971 সালে ভারতীয় জওয়ানদের নিজ জীবনের বিনিময়ে পাকিস্তানের কবল থেকে " বাংলাদেশ " কে উদ্ধার করার কোন প্রয়োজনই ছিল না । কাদের সিদ্দিকী যদি বলতে পারেন যে " বাংলাদেশটা ভারত হয়ে যাচ্ছে । আগে জানলে মুক্তিযুদ্ধে যোগ দিতাম না " ; তবে আমরাও বলতে পারি যে বাংলাদেশটা অকৃতজ্ঞ আর বেইমানে ভরে যাবে ; আগে জানলে ভারত কিছুতেই 1971 এর যুদ্ধে যোগ দিত না ।
আজ অখন্ড বাংলার বিরাট অংশ যে বাঙ্গালী হিন্দুর হাতের বাইরে চলে গেল তার জন্য একমাত্র দায়ী বৃটিশের দালাল মোঃকঃগান্ধী ও তাঁর পোষ্যপুত্র জবাহরলাল নেহরু । ইতিহাস যদি সঠিকভাবে লেখা হয় তবে ঐ দু'জনকে কেউ ক্ষমা করবে না । বর্তমান কেন্দ্রীয় সরকার মোঃকঃগান্ধীর জন্য নিবেদিত প্রাণ । তাদের দিয়ে ইতিহাসের সঠিক লিখন হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যায় । তাদেরকেও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে ।
বলুন তো - 1971 এর যুদ্ধে যোগ দিয়ে ভারতের কী লাভটা হয়েছে ? কিছুই লাভ হয় নি । বাংলাদেশ যদি আগামী দিনে গৃহযুদ্ধের মুখোমুখি হয় তবে ভারতের উচিত হবে না কোনরকম মাথা ঘামানো । মরুক ওরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে ।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................