‘হীনমন্যতা বোধ’= হিন্দু রেনেশাঁসের।

‘হীনমন্যতা বোধ’= হিন্দু রেনেশাঁসের আসল বাধা
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ

একটি ব্যাক্তি বা একটি জাতির পতন বা উন্নতির আসল রহস্য কি? আসল রহস্য হলো ‘মানসিকতা’। 

নিজেকে, নিজের জাতিকে অত্যন্ত অক্ষম, দুর্বল, ভীত, কিছু করতে পারবো না, আমার/ আমাদের কোনো ক্ষমতা নেই। সবই ই ভবিতব্য। এটাই অধঃপতনের আসল উৎস। ইংরেজীতে একে বলে “Inferiority Complex, pessimistic mentality, Fatalistic attitude”. 

কোনো ব্যাক্তি, সমাজ, জাতি যখন এই ‘ Self Destructive’ mode এ চলে যায় তখন তার নিজের পতন রোখা দ্বায়। ‘আত্ম হনন’ এর জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না। 

‘আমরা হিন্দুরা’ শক্তিহীন, আমাদের দ্বারা হবে না, ওরা অত্যন্ত নিষ্ঠুর-বর্বর- শক্তি মান, ওদের প্রতিহত করা আমাদের কাজ নয়,পারবো না, সবই ঈশ্বরের ইচ্ছা আমি করার বা পারার কে?” এই ধারনা যখন মনের মধ্যে বদ্ধমুল হয়ে দাঁড়ায়, তখন সেই ব্যাক্তি, সমাজ, জাতি হয়ে পড়ে বিদেশীদের কাছে এক “পোষা দাস”। তাদের নিয়ে যা কিছু করা যায়। 

১০০০ বছর ধরে ভারতের হিন্দুদের মানসিকতা ‘আমরা পারবো, আমরা শক্তিশালী, আমরা রুখে দেবো, আমাদের দেশ ও জাতি গৌরব, শৌর্য্য বীর্য্যে অপরাজেয়, বর্বরদের আমরা ভয় পাই না, কিছুতেই ওদের পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবো না === এই চিন্তা ভাবনা ‘হিন্দুদের মন’ থেকে মুছে গেছে। পরিকল্পনা করে ইতিহাস, পালটে দিয়ে, ইতিহাসের পাতায় পাতায় হিন্দুদের গৌরব গাথা চেপে দিয়ে শুধু তাদের পরাজয়, নিম্ন মান, জীবন যাত্রা, নিম্ন ধর্ম, ইত্যাদি  প্রচার করা, নিজেদের ধর্মীয় স্থানে এবং ধর্ম গুরুদের দ্বারা প্রতিনিয়ত মিথ্যার ঝুড়ি উগ্রে দিয়ে হিন্দুদের বানানো হয়েছে এক “অচলায়তন, বধির, ক্লীব, ভাগ্য সর্বস্ব’ জাতি।

এর থেকে বেরিয়ে এসে, নিজের দেশ, নিজের ধর্ম, নিজের সংষ্কৃতিকে (ভালো মন্দ যাই হোক) এক গৌরবান্বিত, শ্রেষ্ট হিসাবে ভক্তি করা, পুজো করা এবং তার রক্ষা এবং লালন পালন করাই হিন্দুদের এখন একমাত্র কর্তব্য। 

পৃথিবীর সব জাতি , সব সংষ্কৃতি নিজেদের শুধু টিকিয়ে রেখেছে তাই নয়, নিজেদের আধিপত্য বজায় রেখেছে। নইলে হয়ে গেছে, মিশর, ইরান, আফগানিস্তান, মধ্য এশিয়ার দেশ গুলোর মতো। এরা সবাই একই বর্বরতার শিকার। এরা শেষ হয়ে গেছে।

যেমন শেষ হয়ে গেছে—‘রোমান ক্যাথলীক’ দের বর্বরতায় ‘মায়া, ইঙ্কা সভ্যতা’। আজ আর তাদের অস্তিত্ব নেই। হিন্দুরা তো তবু নিজ দেশের আজো ৭৫% আছে। একেবারে শেষ করতে পারে নি। দুটি সিমেটিক ধর্মের মতাবলম্বী দের সেটাই গাত্র দাহ।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted