মুসলিম নোবেল পুরস্কার।

যদি ভারতে একটা আন্তর্জাতিক পুরস্কার চালু হয় যেটা পেতে হলে প্রথম যোগ্যতা হতে হবে ব্যক্তিকে 'হিন্দু' হতে হবে, কিংবা বার্মাতে শুধু বৌদ্ধদের মধ্যে বিশেষ অবদান রাখার জন্য কোন পুরস্কার চালু হয় তাকে আমরা কি বলব?


এক কথায় তাকে ধর্মীয় সাম্প্রদায়িক বিভেদমূলক বলব তাই না? কিন্তু ইরান ২০১৫ থেকে 'মুস্তফা প্রাইজ' নামে নোবেল প্রাইজের অনুকরণে একটি পুরস্কার ঘোষণা করে যেটা সারাবিশ্বের মুসলমানদের বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য প্রদান করা হচ্ছে। পৃথিবীর মানবতাবাদীদের কথা বাদই দিলাম ভারতে হিন্দুত্ববাদীরা নির্বাচিত হলেই যারা ভারত ধর্মীয়ভাবে বিভক্ত হওয়ার কথা বলেন তারা মুস্তফা পুরস্কার নিয়ে কখনোই একটিও কথা বলেননি। এরকম একটি সাম্প্রদায়িক পুরস্কার আছে সেটাই তো কেউ জানে না। কি অদ্ভুত দেখুন। ইসলামিক আর্চারি, ইসলামিক গেইমস, ইসলামিক টুরিজম... এরকম সাম্প্রদায়িক বিভেদকামী চর্চা ৫৭টি 'মুসলিম রাষ্ট্রের' মধ্যে আদান প্রদান থাকার পর শুধু ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, সুচি পৃথিবীকে বিভক্ত করছে! এরদোয়ান মুসলিম দেশগুলো নিয়ে অর্থনৈতিক জোন গঠন করতে চাইলে সেটা বাণিজ্য! তর্কের খাতিরে যদি বলি, এই পৃথিবীটা যদি মুসলমানরা চালাত তাহলে তারা একাই খেলত, পুরস্কার নিত, ব্যবসা করত, একাই লেখাপড়ার সুযোগ পেতো! কারণ ইসলামী বিশ্ববিদ্যালয় আছে!

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted