বৈদিক সভ্যতার ঐতিহাসিকতা
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ
বৈদিক বংশ তালিকা নিয়ে এগিয়ে যাবার আগে, কয়েকটি বিষয় আলোচনা করা উচিত। পণ্ডিতেরা বলেন ঋকবেদ লেখা হয়েছে খ্রীষ্ট জন্মের ১৫০০ বছর আগে , অর্থ্যাত ৩৫০০ বছর আগে। সেই সূত্র ধরে তারা এটা প্রতিপাদ্য করতে চান, বেদের সৃষ্টি যারা করেছেন তারা তার সামান্য কিছু বছর , ধরে নেওয়া যাক ৫০০ বছর আগে হিন্দুকুশ পার হয়ে ভারতে আসেন।
বেশ কিছু বর্তমান চিন্তাবিদের সঙ্গে আমি সম্পুর্ন সহমত যে, এতো বড়ো অসত্য হতে পারে না। শেষ তুষার যুগ শেষ হয়েছে ১২০০০ বছর আগে। পৃথিবীর বর্তমান সভ্যতা তার পর গড়ে উঠেছে। কারন, উত্তর এবং দক্ষিন গোলার্ধের বেশীর ভাগ ধংস হয়ে গেছে সেই সমস্ত অঞ্চল বরফাচ্ছন্ন হয়ে যাওয়ায়। বিষুবীয় অঞ্চলের কিছু জায়গা সেই সার্বিক ধংসের হাত থেকে বাচলেও যখন বরফ গলতে শুরু করলো তখন বহু দেশের উপকুল অঞ্চল চিরতরে সমুদ্রের তলায় তলিয়ে গেলো। কারন সমুদ্রের জলের উচ্চতা বেড়ে গেলো। যেমন গেলো বেট দ্বারকা এবং আরো নানা
অঞ্চল।
অন্য দেশের কথা বাদ দিয়ে আমরা আসি আমাদের ভারতবর্ষ নিয়ে। ঋকবেদের অনেক সুক্তে সরস্বতী নদীর কথা আছে। গঙ্গা নদীর কথা অনেক পরে এসেছে। সরস্বতী নদী কে ‘নদীতমা’ বলা হয়েছে। বর্তমানে স্যাটেলাইট ইমেজ বলছে সরস্বতী নদী কোনো ‘কল্প কথার বিষয়’ নয়। সরস্বতী নদীর সঙ্গে যমুনার সংযোগ ছিল এবং তা ছিন্ন হয়ে গেছে বহু হাজার বছর আগে। ক্রমশ বিভিন্ন সুত্রে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পন্ডিত মহলে তা বলে সে সময় টা ১২০০০ থেকে ১৫০০০ বছর আগে। বেদ যখন সেই সরস্বতী নদীর স্তুতি করছে, তখন বেদের সুত্রকার রা সেই সময়ে বর্তমান ছিলেন। সুতরাং আমরা সেই সময়কার কথা বলছি যা শেষ তুষার যুগের পর যে সভ্যতা গড়ে উঠেছিলো সেই সভ্যতার কথা, বেদ ভিত্তিক বৈদিক সভ্যতার কথা।
প্রত্নতাত্ত্বিকেরা আজ পৃথিবীর নানা জায়গায় ১০০০০ থেকে ১২০০০ বছর বছরের সভ্যতা আবিষ্কার করছেন। যেমন সম্প্রতি এক জার্মান প্রত্নতাত্বিক খুজে পেয়েছে তুরষ্কের এক জায়গা নাম ‘গোয়েব্লি টেপে’। এমনি বহু সভ্যতা শেষ হয়ে গেছে প্রাকৃতিক কারনে, মানুষের ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ করতে করতে।
ভারতের প্রাচীন বৈদিক সভ্যতা প্রায় ১২০০০ বছরের পুরানো। যারা সেই সভ্যতার সময় রাজা মহারাজা বা জ্ঞানী তপস্বী ছিলেন তাদের নাম বংশাবলী আমাদের কাছে আছে। অনেক পরবর্তী সময় কার সুমেরীয় সভ্যতার কথা ,মিশরীয় সভ্যতার কথা, পারস্য সভ্যতার কথা, গ্রীক সভ্যতার কথা, রোমান সভ্যতার কথা, আরবীয় বর্বরতার কথা বৈদিক সভ্যতার তুলনায় সেদিনের ইতিহাস
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................