ব্রহ্মার ছয়টি মানস পুত্র
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ
বংশ তালিকার দ্বিতীয় ভাগে আমরা পাই প্রজাপতি ব্রহ্মার ছয় মানস পুত্র। মানস পুত্র , তার আসল অর্থ বা কি করে হয় তার ব্যাখ্যা দেওয়া মুশকিল। সেই ছয় মানস পুত্র হলেন= রুতু অগ্নিরস, অত্রি, মারিচী, পুলহ, পুলস্ত। মারিচীর বংশধর হলেন আমাদের অতিপরিচিত ‘কাশ্যপ’ ,কাশ্যপ মুনি, যার নামে ‘কাশ্মীর’। পুলহ এবং পুলস্ত থেকে পরবর্তিতে জাম্বুবান, বালী সুগ্রীব, রাবন। সে কথায় পরে আসছি। অগ্নিরস, অত্রি ,এদের নিয়ে অনেক কথা পুরানে আছে। এরা ছিলেন জ্ঞান তপস্বী মুনি ঋষি।
মারিচীর বংশধর কাশ্যপ মুনির সঙ্গে বিয়ে হয়চ রাজা দক্ষের ১৩ টি মেয়ের। আমরা দেখবো, কাশ্যপের ১৩ টি স্ত্রী থেকে কোন কোন বংশের সৃষ্টি।
১) নাগ বংশ= কদ্রু থেকে তক্ষক।
২) মনু বংশ= অদিতি থেকে আদিত্য। আদিত্য থেকে বিবস্বান। বিবস্বান থেকে ‘মনু’। রাজা মনু।
৩) বিষ্ণু বংশ= এই বিষ্ণু বা বৃষ্ণি বংশের শুরু ও অদিতি থেকে।
৪) গন্ধর্ব এবং অপ্সরা= প্রধা, কপিলা,ভিশ্বা, এবং মুনি থেকে গন্ধর্ব এবং অপ্সরাদের বংশ।
৫) অরুন ( সুর্য্যের সারথী) এবং গারুদ (বিষ্ণুর বাহক)= ভিনতা থেকে।
৬) দৈত্য বংশ= দিতি থেকে
৭) দানব বংশ= দানু থেকে
8) অসুর বংশ= দানায়ু থেকে
কলা, ক্রোধ, সিনহিকা থেকে কোনো বংশের উল্লেখ নেই। এই বংশা বলী ১২০০০ বছর আগের। এর পর শুরু হয়েছে ‘রাজা মনু’ বংশ। যা কি না ৯০০০ থেকে ১২০০০ বছর।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................