পাকিস্তান কেন বারবার ভারতের উপর হামলা চালাচ্ছে?

পাকিস্তান কেন বারবার ভারতের উপর হামলা চালাচ্ছে? আয়তন,জনসংখ্যা, সৈন্যসংখ্যা, সমরাস্ত্রের উৎকর্ষতা, অর্থনীতি - প্রভৃতি বিষয়ে বিচার-বিশ্লেষণ করলে,পাকিস্তানের তো ভারতের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাওয়ারই কথা নয়। অথচ পাকিস্তান ভারত সীমান্তে উপর্যুপরি হামলা চালানোর দুঃসাহস দেখাচ্ছে; শুধু তা-ই নয় - পাকিস্তানি কমান্ডোরা ফি-বছর ভারতের অভ্যন্তরে প্রবেশ করে, একের-পর-এক ভয়াবহ জঙ্গি হামলা চালিয়ে, অধিকাংশ ক্ষেত্রেই নিরাপদে কেটে পড়তে সমর্থ হচ্ছে। দেশীয় বেইমানদের সহায়তা ছাড়া, পাকিস্তানি কমান্ডোদের পক্ষে ভারতের অভ‍্যন্তরে এই সমস্ত জঙ্গি হামলা চালিয়ে অবাধে গা ঢাকা দেওয়া যে সম্ভব নয় - একথা পাগল ও শিশুরাও বোঝে। ভারত যেন একটা অতিকায় নীরিহ তৃণভোজী প্রাণী, আর পাকিস্তান যেন একটা হিংস্র হায়েনা।

তাহলে পাকিস্তানের এই শক্তি, সাহস ও ক্ষমতার উৎস কোথায়?

পাকিস্তান ভালো করেই জানে, ভারতের অভ্যন্তরে বসবাসকারী কোটি কোটি গৃহশত্রু বিভীষণ - পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার প্রতীক্ষায় এত উত্তেজিত অবস্থায় অপেক্ষা করছে যে, তাদের শরীরের রক্ত একদম টগবগ করে ফুটছে। ভারতের অভ্যন্তরীণ এই নিরস্ত্র গৃহশত্রু বিভীষণদের হাতে পাকিস্তান যদি অস্ত্র পৌঁছে দিতে পারে, তাহলে কিন্তু কেল্লা ফতেহ। তৃণভোজী প্রাণীদের মধ্যে কেবলমাত্র মহিষ তার শিং দিয়ে এবং হাতি তার শুঁড় দিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করে। ভারত রাষ্ট্রটিকে রক্ষা করার জন্য সীমান্তে মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিরক্ষা বাহিনী‌।

রাষ্ট্র-রক্ষীবাহিনীর মনোবল ভেঙে দিয়ে শত্রুপক্ষের সুবিধা করে দিতে, সেক‍্যুলার রাজনৈতিক শক্তির ঘুম-হারাম। পাকিস্তানপন্থী হিংস্র বেইমানরা দেশভাগের সময় পাকিস্তানে চলে যাওয়ার জন্য রওনাও করেছিল। কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী বর্বর-সেক‍্যুলার গাজী জহরলাল নেহেরু, তাদের পথ আগলে দাঁড়িয়েছিল। গাজী সাহেবের ইতালিয়ান নাত-বউ, সংরক্ষণের নামে প্রতিরক্ষা বাহিনীর মধ্যে পাকিস্তানি এজেন্টদের ঢুকিয়ে দিতে জঘন্য ষড়যন্ত্র করেছিল। পাকিস্তানের সাংসদ ও দায়িত্বশীল ব্যক্তিরা স্বীকার করেছে যে, তাদের পাঠানো কমান্ডোরা ভারতে ঢুকে জঙ্গি হামলা চালায়; কিন্তু পুলওয়ামা হামলার পরে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানকে অভিযুক্ত করলে - দুধেল গাইদের গডমাদার কিভাবে তেলেবেগুনে জ্বলে উঠেছিল, সে কথা নিশ্চয়ই সবার মনে আছে।

কৃত্তিবাস ওঝা
১৪/১১/২০২০খ্রিঃ

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted