গৌড়েশ্বর বল্লাল সেন
1941এর বয়স ভিত্তিক সেন্সাস এর রিপোর্ট দেখলাম । 0-21 অবধি সে যুগে নাবালক ধরা হত ,21+হলে সাবালক । তা এখানে সেই সময়ের বঙ্গ প্রদেশের (কুচবিহার রাজ্য ও সিলেট, ইসলাম পুর মহকুমা,পুরুলিয়া)বাদ দিয়ে মোট জন সংখ্যা ছিল 6,03,06,525 এর মধ্যে 0-21বয়সী রা ছিল 3,15,09,343বা প্রায় 52.25% ।
এবার শান্তিদের মোট জনসংখ্যা ছিল 3,30,05,434 জন যার মধ্যে 1,80,78,979 জন 0-21এর মধ্যে যা 55%মত প্রায় (54.78% ) ।বাকি 2.73 কোটি হিন্দু ও অন্যান্য দের মধ্যে 1.34 কোটি র অল্প বেশি 0-21যা 49.19%। শান্তিদের মধ্যে এই হার প্রায় 5.59% মত বেশি সকলের থেকে ।
হিন্দুদের মোট সংখ্যা 2,50,59,024 এর মধ্যে 1,22,24,636 জন 0-21এ যা প্রায় 49% (48.86%) । হিন্দুদের থেকে শান্তিদের মধ্যে প্রায় 6%বেশি অল্প বয়সী দের সংখ্যা । অন্যান্য ধর্ম গোষ্ঠী বলতে ক্রিশ্চান দের 49.67% 0-21 এ পড়ে, উপজাতি 53.2%, শিখ,জৈন,বুদ্ধ সমেত অন্যদের 52.7% এর অর্থ হিন্দুদের অল্প বয়সীর হার সবচাইতে কম যা অসম্ভব । ক্রিশ্চান দের থেকে হিন্দুদের জন্মহার কম হতেই পারে না সে যুগে ।
এবার 0-21দের বৃদ্ধির হার তুলনা করলে শান্তি দের মধ্যে এই হার সর্বোচ্চ 17.44%, হিন্দুদের কমেছে 4.65%, খ্রিস্ট দের 1.31% । উপজাতি দের বেড়েছে 12%,অন্যদের 10.2%। হিন্দুদের মধ্যে জন্মহার অস্বাভাবিক ভাবে কমেচে যা অত্যন্ত সন্দেহ জনক ও অবিশ্বাস্য । সেই সময় খ্রিস্ট দের বড় অংশ বিদেশী বা এঙলো ছিল এদের অনেকেই বিয়ে না করে বিশৃঙ্খল জীবন কাটাত,অনেকেই বাইরে চলে যেত (ইউরোপে)।
সেখানে হিন্দুদের মধ্যে এই জিনিস গুলি ঘটা অত্যন্ত অসম্ভব সে যুগে । 95% হিন্দুরই তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত ও প্রায় সকলেই পাচ থেকে সাত আট সন্তান নিত । 10এর উপর সন্তান ও ছিল কারও কারও । এরা জন্ম নিয়ন্ত্রণ করত এ জিনিস অবিশ্বাস্য সে যুগে খুব অল্প সংখ্যক ব্রাম্ম ছাড়া 12-13বছরের মধ্যে মেয়েদের বিয়ে হত 95% ক্ষেত্রেই একটু ধনী পরিবারে 15-16বছর তাও শহরের দিকে ।
আর্থ সামাজিক ভাবে এগিয়ে থাকা হিন্দুদের জন্মহার আদিবাসি দের সাথে বেশি বা সমান ছিল,শান্তিদের সাথেও টক্কর দিত । অজাচার এর জন্য ও পিছিয়ে থাকার জন্য শিশুমৃত্যু ও বেশি হত তাদের অল্প বয়সী বৃদ্ধির হার খুব বেশি হলে হিন্দুদের থেকে 1-1.5% বেশি হবে সামগ্রিক ভাবে । হিন্দুদের 12%হলে এদের 13-14এর বেশি হবারই কথা না। কোন ভাবেই অল্প বয়সী দের মধ্যে হিন্দুর সংখ্যা কমতে পারে না ।
0-21বয়সী দের সাথে 21+দের অনুপাত করলে আসছে প্রতি 100 21+এ 0-21 সামগ্রিক ভাবে 109জন, শান্তিদের 121জন ও বাকি দের 97জন । হিন্দুদের সবচেয়ে কম 95.5 জন ,95-96জন
100তে, আদিবাসী দের 114জন,খ্রিস্ট দের 99জন ও অন্যদের 111জন । হিন্দু ও শান্তি বাদে অন্য ধর্মীয় জাতি গুলির জনসংখ্যা সামান্য হওয়া তে এদের মোটামুটি ঠিকঠাক তথ্য ই বের করা হয় ।
0-21থেকে 21+অনুপাতে বেশিরভাগ জায়গাতেই শান্তিরা 100এর বেশি,28জেলার মধ্যে 22 জেলা তেই । ছয় জেলা তে শান্তিরা পিছিয়ে এই অনুপাতে অন্যদের থেকে এর মধ্যে দার্জিলিং আর পার্বত্য চট্টগ্রাম এ সবচেয়ে বেশি । হুগলি ও কলিকাতা তে মাঝারি ভাবে পিছিয়ে আর রাজশাহি,জলপাই গুড়ি তে প্রায় কাছাকাছি ।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................