✍গৌড়েশ্বর বল্লাল সেন
আমরা বর্তমানে প্রাক দেশভাগ এর জন বিন্যাস কে অতিক্রম করেচি সামগ্রিক ভাবে এই পশ্চিমবঙ্গে । অনেক জেলাতে এর কাছাকাছি গেছি,অনেক জেলাতে একে ছাপিয়ে অনেক দুরে গেছি । প্রথমে আসি উত্তরবঙ্গ এর কথা । এই অঞ্চলকে দুই ভাগে ভাগ করেচি ।
এক হল জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,কুচ বিহার ও দার্জিলিং জেলা । দুই হল মালদা ও দুই দিনাজপুর জেলা ।প্রথমে আসি উত্তর বঙ্গের প্রথম ভাগ অর্থাৎ দার্জিলিং,জলপাইগুড়ি,কুচবিহারের কথা তে । 1941সালের সেন্সাসে এই অঞ্চলে জনসংখ্যা ছিল 18,62,913জন যার মধ্যে394,841 জন বা 21.2% শান্তি । এখন এই সংখ্যা বেড়ে হয়েছে 85,38,755জন 2011তে যার মধ্যে 12,70,396জন বা 14.88% শান্তি ।
প্রাক স্বাধীনতার সময় থেকে অনেক পিছিয়ে এই অঞ্চল কারণ জলপাইগুড়ি,কুচবিহারের বড় সংখ্যক শান্তিকে উদ্বাস্তু রা বিদায় করে অন্যায় ভাবে দিনাজপুর এর ঠাকুরগাঁও ও সম্পূর্ণ রংপুর গিলে জলপাইগুড়ি র পাচ টা থানা পাকিস্তান এ নিয়ে যাওয়া তে ।দার্জিলিঙ বাদে বাকি দুই জেলাতেই(এখন তিন ) শান্তি সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যায় পড়ে এরা জনসংখ্যা বাড়ায় বর্তমানে জলপাইগুড়ি র রাজগঞ্জ,মালবাজার,জলপাই গুড়ি,ধুপগুড়ি ব্লকে এদের ভালই প্রভাব ও উপস্থিতি আছে ও ভয়ানক নারী নির্যাতন শুরু করেছে । কুচবিহারের হাল ও খারাপ অনেক অঞ্চলে বিশেষ করে দিনহাটা মহকুমা,শীতলকুচি ও তুফানগঞ্জ,মেখলিগঞ্জ এর কিছু অঞ্চলে ।
দাজিলিঙ এ এরা চুপচাপ সংখ্যা বাড়াচ্ছে 2.42 % থেকে 5.7% হয়েছে এদের সংখ্যা আর চুপচাপ গোর্খা ল্যান্দে উস্কাচ্ছে ।
মালদা,দিনাজপুর অঞ্চলে স্বাধীনতার আগে 1941 সালে জনসংখ্যা ছিল 16,55,527 জন যার মধ্যে 807,443 জন বা 48.8% মত শান্তি । 2011তে এটা বেড়ে হয় 86,72,225 যার মধ্যে 39, 59,109জন বা 45.65%শাম্তি যা প্রাক দেশভাগে র কাছাকাছিই বলতে গেলে । এর মধ্যে মালদা তে 49.04% শাম্তি ছিল স্বাধীনতার আগে এখন 51.27% । উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 38%ছিল এখন 34% । ইসলামপুরে 75%এখন 65%। দক্ষিন দিনাজপুরে 38% এখন 24.63% ।
উত্তরবঙ্গে দিনাজপুর ও মালদা তে,পুর্ব বিহারে স্বাধীনতার পর মানুষ এর ক্ষোভ এর মুখে বহু শান্তি দেশ ছাড়তে বাধ্য হয় । তাই জনসংখ্যা এখনও প্রাক দেশভাগ এর মুহুর্ত এর থেকে ভালই কম দিনাজপুর এ কিন্তু বেশিদিন এটা থাকবে না ।
সামগ্রিক উত্তরবঙ্গ এর জনসংখ্যা 1941এ ছিল 35,18,440 জন যার মধ্যে 12,02,284 জন বা 34.17% শান্তি । এখন এটা 1,72,11,010 জন 2011তে যার মধ্যে 52,29,505 জন শান্তি যা 30.34% । প্রাক দেশভাগ মুহুর্ত আসতে 21এর সেন্সাসই কাফি 11র সেন্সাসে প্রায় কাছাকাছি এসেই গেছে অতি উচ্চ জন্মহার রেখে ।
আগামীতে উত্তরবঙ্গ বড় অশান্তির জায়গা হতে চলেছে ইতিমধ্যে প্রাক দেশভাগের কিছু কিছু লক্ষন দেখা দিচ্ছে ধীরে ধীরে । ইতিমধ্যে মালদা তে বড় বড় দাঙ্গা হয়েছে,দুই দিনাজপুর ও জলপাইগুড়ি তে একের পর এক ধর্ষণ হচ্ছে,ইতি উতি কান পাতলে কুচবিহারেও অশান্তির খবর পাওয়া যায় । দীর্ঘ সেকুলারিজম এর বিরাট মূল্য চোকাতে হবে বাঙালি হিন্দুকে আগামি দিনে ।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................