হাথরাস নিয়ে তো সবাই অনেক চিন্তিত ছিলেন, গত পরশু থেকে কুমিল্লাতে যা হচ্ছে, সেটা নিয়ে কারোর চিন্তা দেখলাম না। কেন? ওটা অন্য দেশের ঘটনা? মনে রাখবেন, ওরাও কিন্তু আপনাদের জাত ভাই, ওরাও দুর্গাপূজা করে, ওরাও তুলসীতলায় সন্ধ্যে দেয়। শুধুমাত্র জঙ্গি কার্যকলাপের বিরোধিতা করার জন্য আজ ওদের ঘর পুড়ছে, লুট হচ্ছে; ঠিক ডিসেম্বরে মুর্শিদাবাদে যা হয়েছিল। আপনি ভাবছেন যে এখানে আপনাদের সংখ্যা বেশি, তাই আপনারা নিরাপদ, তাই তো? ফ্রান্স বা ভিয়েনাতে ওদের সংখ্যা কত ছিল? ভাবুন, ভাবা প্রাকটিস করুন।
কাবুলে সংখ্যা বেশি, সেখানেও গতকালকে বইমেলায় জঙ্গিহানা হয়েছে; ভিয়েনায় সংখ্যা কম, সেখানেও জঙ্গিহানা হয়েছে। বাকিটা আপনারা বুদ্ধিমান, আপনারা ভালো বুঝবেন।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................