বরাক উপত্যকা বা সুরমা উপত্যকা' বিন্যাস

✍গৌড়েশ্বর বল্লাল সেন
1872সালে সুরমা উপত্যকা অর্থাৎ কাছাড় এর সমভুমি (কাছার ও হাইলা কান্দি জেলা ) ও অবিভক্ত সিলেট জেলা তে জনসংখ্যা ছিল 19,24,566 জন যার মধ্যে 930,836 জন শান্তি ।
1881সালে এটা হল 22,58,434 জন যার মধ্যে 11,07,924 জন শান্তি । 1891সালে জন সংখ্যা হয় 25,22,135 জন যার মধ্যে 12,36,830 জন শান্তি । 1901 সালে এটা হয় 26,56,629 জন যার মধ্যে 13,07,022 জন শান্তি । 1941সালে এটা গিয়ে দাড়ায় 37,20,422 জনে এদের মধ্যে শান্তি ছিল 21,24,635 জন ।

শতাংশের দিক থেকে দেখলে 1872,1881,1891, 1901 সালে শান্তি ছিল 48.36%,49.06%,49.04 %,49 .2%। অথচ 1941সালের সেন্সাসে এটা গিয়ে দাড়ায় 57.1% । 1871-81জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.35%, হিন্দু ও উপজাতি 15.78%, শান্তিরা 19.02%।1881-91সালে এই দুটি যথাক্রমে হিন্দু ও অন্য 11.72%,শান্তি 11.63%, জ্ন বৃদ্ধি 11.63%। 1891-1901সালে এটা হয় 5%ও 5.68%, জনসংখ্যা বাড়ে 5.34%। 1872- 1901 তে মোট জনসংখ্যা বাড়ে 38.04%,হিন্দু ও অন্য 35.81%, শান্তি 40.41%। অথ্চ 1901-1941এ এটা হয় হিন্দু ও অন্য 18.24%, শান্তি 62.56%, সর্ব মোট 40.04%।

1874সালে ঢাকা বিভাগ কেটে বঙ্গের সুরমা উপত্যকা অসম প্রদেশে জোড়া হয়েছিল । বাঙালি হিন্দুকে একটু চাপে রাখতেই প্রথম দশকে শান্তি সংখ্যা বাড়িয়ে দেখাচ্ছিল কিছুটা পরিস্কার প্রথম 30 বছরের সেন্সাস দেখে । প্রথম 30 বছরে বাঙালি হিন্দু ও শান্তির বৃদ্ধির হার প্রায় সমান ছিল 1881-1901এ দেখলেই বোঝা যায় খুব বেশি হলে 1%বেশি কম । আরেকটু বাড়িয়ে ধরলেও 50-51% এর মধ্যে শান্তি থাকার কথা 1941সালে । প্রথম 30 বছরে 0.84% বেড়েছে শান্তি 10বছরে 0.28% ধরলে 70 বছরে 1.96%বা 2%মত।

1941এ শান্তি হবার কথা 50.32% মত প্রথম 30 বছরের হিসাবে কিন্তু হয়েছে 57.1%যা 6.8% মত বেশি । শেষ 40 বছরে হিন্দুদের থেকে শান্তি বেড়েছে 3.4 গুণ হারে মানে 10 জন হিন্দু বাড়লে 34জন শান্তি বাড়বে । স্বাধীনতা সংগ্রাম বিরোধী ইংরেজের মদতে উগ্র অহম জাতীয়তাবাদী দের চক্রান্তে কি ভাবে সিলেটে ও নিম্ন ,মধ্য অসমে সংখ্যাগুরু বাঙালি হিন্দুর সংখ্যা কমানো হয় সেন্সাসে কারচুপি করে ও যার ফলে সিলেট পাকিস্তানে যায় ও স্বাধীনতার পর অসমে বাঙালি দ্বিতীয় শ্রেনীর নাগিরিক হয় সেই নিয়ে আরও তথ্য তুলে ধরব 1901-41সেন্সাসের বিবরণ দিয়ে ও অন্যান্য নিম্ন,মধ্য ও উচ্চ অসমের জেলা গুলি নিয়ে লিখে ।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted