বিশ্বাসের রসাতলে জীবনের মূল্য আজও শুন্যের কোটাই।
কিছু দিন আগে ডিসকভারি চ্যানেলে একটি অনুষ্ঠান দেখছিলাম। আফ্রিকা মহাদেশের পিছিয়ে থাকা দেশগুলির মধ্যে অন্যতম নাইজেরিয়ার এক দম্পতি ও তাদের জোড়া লেগে থাকা দুই যমজ বাচ্চাকে আলাদা করার এক চমকপ্রদ অপারেশন দেখানো হচ্ছিল। অত্যন্ত দরিদ্র দেশ হলেও ফুটবলের মাধ্যমে আমরা অনেকেই নাইজেরিয়া দেশটির সাথে সুপরিচিত।
বর্তমান কালে বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর উত্থানের পর থেকে বিশ্বজুড়ে এই দেশটি পরিচিতি পেয়েছে। যায় হোক, নাইজেরিয়ান দম্পতির দুই কন্যা হাসানা-হুসেনা তাদের নিতম্বের সাথে জুড়ে ছিল। শুধু চামড়ায় নয়, এদের মেরুদন্ড পর্যন্ত একই সাথে জোড়া লাগানো যা চিকিৎসা বিজ্ঞানে এর আগে দেখা যায়নি। মেরুদন্ড লেগে থাকা মানে দুই শরীরের প্রচুর টিস্যু ও নিউরন একই সঙ্গে যুক্ত ছিল যা আলাদা করা অত্যন্ত কঠিন কাজ আর আলাদা না করা গেলে এদের কোরম থেকে নিচের অংশ সম্পূর্ণ অনুভূতিহীন হয়ে পড়বে বা অকেজ হয়ে যাবে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসকগণ পরীক্ষার আগে ঐ জোড়া বাচ্চার একজনের পায়ে সুড়সুড়ি দিয়ে দেখলেন অপর জন সেটা অনুভব করছে তাই তারা আগে থেকেই শরীরের মধ্যকার অবস্থা বুঝতে পেরেছিলান।
নাইজেরিয়ার ডাক্তারেরা তাদের অপারগতা বুঝে হাসানা-হুসেনাকে ভারতে গিয়ে চিকিৎসার পরামর্শ দিলেন। কারণ ভারতে অল্প খরচে আধুনিক চিকিৎসা পাওয়া সম্ভব। ভারতে চিকিৎসায় যা খরচ পড়ে আমেরিকায় তার চেয়ে ৩০ গুণ বেশি খরচ হয়। প্রতি বছরে প্রায় ২০ লাখ বিদেশী ভারতে যায় শুধুমাত্র চিকিৎসার জন্য। বলার অপেক্ষা রাখে না এদের দশ লাখ বাংলাদেশী! তো ভারতে একটি বিখ্যাত হাসপাতালে হাসানা-হুসেনাকে সফল অপারেশনের মাধ্যমে আলাদা করা সম্ভব হল। হাসানা-হুসেনার মা-বাবা জানালেন, তাদের মেয়েকে সেদেশের মানুষেরা অশুভ বলে হত্যা করতে চেয়েছিল কিন্তু ভারতীয় চিকিৎসকগণ একনাগাড়ে ৯ ঘন্টার অপারেশনের মাধ্যমে তাদের দুই মেয়েকে নতুন জীবন দিলেন।
এই অনুষ্ঠানটি দেখার সময় মনে হচ্ছিল, একজন মানুষকে মেরে ফেলা কতই না সহজ কাজ। একজন মানুষকে ঘ্রিণা করাও অত্যন্ত সহজ কাজ কিন্তু একজন মানুষের জীবন ফিরিয়ে দেওয়া বা একজন মানুষকে ভালবাসা অনেক অনেক কঠিন। ভারতীয় চিকিৎসকগণ যমজদের জীবন বাঁচাতে যে সময় ব্যায় করেছেন সেই একই সময়ে নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গিগোষ্ঠী ২০০ জনের বেশি নিরাপরাধের জীবণ কেড়ে নেওয়ার সামর্থ রাখে! হাজার হাজার কিশোরী মেয়েকে বাজারে বিক্রি করার সামর্থ রাখে কিন্তু একজন হাসানা বা হুসেনার জীবন ফিরিয়ে দেওয়ার সামর্থ কি ওদের আছে?
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................