কথায় বলে, 'ডাঙায় বাঘ জলে কুমির'। এখন দেখছি, আকাশে উড়ন্ত ডাইনোসর।

কথায় বলে, 'ডাঙায় বাঘ জলে কুমির'। এখন দেখছি, আকাশে উড়ন্ত ডাইনোসর। বিভিন্ন স্বার্থান্বেষী মহল ক্রমাগত আমার পোস্টগুলোতে রিপোর্ট মেরে চলেছে, যাতে পাঠকদের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যায়।
পোস্টগুলো লিখতে আমার যত সময় অপচয় হয়, সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ তথা পড়াশোনা করতে- তার থেকে অনেক বেশি পরিশ্রম ও সময় নষ্ট হয়। 'অপচয়' ও 'নষ্ট' শব্দ দু'টি ব্যবহার করেছি এই কারণে যে, এই লেখালেখির মাধ্যমে আমার কোনো অর্থ উপার্জিত হয় না। তাহলে প্রশ্ন আসতে পারে- এই লেখালেখি বা পণ্ডশ্রম করছি কেন? উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে জনসচেতনতা সৃষ্টি।

আমি বর্ণাশ্রম প্রথা তথা জাত-পাত-ভেদ-বিদ্বেষ ও অস্পৃশ্যতা বিরোধী একজন আধুনিক মনষ্ক মানুষ। আমি নারী-পুরুষ সমানাধিকারে বিশ্বাস করি। আমি নিজের খাই নিজের পরি,কাউকে তোয়াক্কা করা সঙ্গত মনে করি না। বিশ্ব-নাগরিকতায় বিশ্বাসী আমি একজন মুক্ত-চিন্তা অনুশীলনকারী মানুষ। সঙ্গত কারনেই মতান্ধরা আমার উপর রুষ্ট হবে- এটাই স্বাভাবিক।

আজ আমি একটি সমাজ সচেতনামূলক পোস্ট দিয়েছিলাম। ফেসবুক কর্তৃপক্ষ লেখাটি অপসারিত করে জানায় যে, তাদের নিয়ম-নীতি লঙ্ঘিত হয়েছে। আমি যথাযথ মাধ্যমে পূনর্বিবেচনার অনুরোধ জানাই। তারা পুনর্বিবেচনা করে নেতিবাচক ফলাফল জানায়। ফেসবুকে লেখালেখি করতে হলে, তাদের নিয়ম-রীতি মানার বিকল্প নেই। তাছাড়া ফেসবুকের চেয়ে জনপ্রিয় কোন মাধ্যম- এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি; যদি হতো- তাহলে হয়তো এতক্ষণে স্থায়ীভাবে ফেসবুক পরিত্যাগ করতাম।

কৃত্তিবাস ওঝা
৩০/০১/২০২১খ্রিঃ

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted