ঘটনাচক্রে শিবনারায়ণ দাসরা ইতিহাসের অংশ হয়ে যায়।

Stay Conneted

ডা. জাফরুল্লাহ, বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনটা করেছিলেন শিবনারায়ণ দাস! আপনি তখন কোথায় ছিলেন বলেন তো? আপনার উচিত ছিলো তখন গিয়ে ভেটো দেয়া, ৯০ ভাগ মুসলমানের দেশে কোন মুসলমান ডিজাইনার পাওয়া গেলে ভালো হতো না?

৪৭ সালে জাফরুল্লাহ সাহেবরা চুল কাটার জন্য, জুতা সেলাই করার জন্য, আর দই মিষ্টি খাওয়ার জন্য কিছু হিন্দু রাখার সিদ্ধান্ত নিয়েছিলো। তফসিলি সম্প্রদায়কে পাকিস্তানের জন্য বিধর্মীদেরও বিরাট পিরিত প্রমাণ করতে দলে ভিরিয়ে ছিলো, নইলে করোনার টিকা নিতে কোন খ্রিস্টান হিন্দু আজ খুঁজে পাওয়া যেত না। ১০০ ভাগ মুসলমানের দেশে নার্স তো মুসলমানই হবে। কি আফসোস জাফরুল্লাহ!

কোলকাতার সেন্টাল রোডে এম আর আখতার মুকুল সেই ৭১-এ শরণার্থী থাকা অবস্থায় হুঁশিয়ার করে বলেছিলেন, যদি মনে করেন ৪৭, ৬২, ৬৪, ৬৫ সালে যারা বাংলাদেশ ছেড়েছিলেন তারা বাংলাদেশ স্বাধীন হলে ফিরতে পারবেন তারা বোকার স্বর্গে বাস করছেন...। ’মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক মুকুল’ সম্ভবত ভয় পেয়েছিল গৌরীপ্রসন্ন মজুমদার যখন ’একটি মুজিবের কন্ঠস্বর’ গানে আবার হারানো বাংলায় ফিরে যাবার স্বপ্ন দেখছিলেন!... কত্তবড় সাহস! হাতমে বিড়ি, মুখমে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান’ করা হয়েছিলো কি হিন্দুদের সঙ্গে প্রতিযোগিতা করতে?

বিএনপি-জামাতী বুদ্ধিজীবীদের সঙ্গে এইখানে মুক্তিযুদ্ধের চেতনার বুদ্ধিজীবীদের দারুণ মিল। ঘটনাচক্রে শিবনারায়ণ দাসরা ইতিহাসের অংশ হয়ে গেলে আমাদের দ্বিজাতিতত্ত্বের শিরা উপশিরায় রক্তের উত্থান ঘটে যায়! একটা খিস্টান নার্স যদি প্রথম টিকা গ্রহণকারী হিসেবে ইতিহাসের অংশ হবে তাহলে কি হিন্দি চুল ফেলতে দেশ স্বাধীন করছিলাম’!...

#সুষুপ্ত_পাঠক

Post a Comment

যুক্তি সংগত কথা বলুন.................