ইবনে সিনা!!

ইবনে সিনা!!
৯৯৭ সালে যখন তার বয়স মাত্র ১৭ বছর, ইবনে সিনা পুরো দমে তার ডাক্তারি শুরু করেন।
 
ইতিমধ্যে সামানিয়ান রাজ্যের আমির Shah Nuh II, অসুখে পড়লেন তার ব্যক্তিগত ফিজিশিয়ানরা কিছুই করতে পারলেন না ,অতঃপর ১৭বছরের এই তরুণ ডাক্তারকে নিযুক্ত করা হলো তাকে সুস্থ করতে। তার চিকিৎসায় আমীর ভালো হয়ে উঠলেন। পুরুষ্কার হিসেবে তখনকার সব চাইতে বড় যে লাইব্রেরি যেটা রয়েল লাইব্রেরি অফ সামানিডস - বুখারাই অবস্থিত ছিলো সেই লাইব্রেতে ঢোকার অনুমতি দেয়া হলো। 

তিনি আনন্দে আত্মহারা হয়ে সেই লাইব্রেরির সমন্ধে লেখেন;-
"আমি অনেক রুম দেখেছি যেগুলো বই দিয়ে ভরা ছিলো, লাইনের পর লাইন, একটার পর একটা বই সাজানো ছিলো। আলাদা একটি রুম ছিলো আরব্য কবিতা নিয়ে কাজ করার জন্য, আরেকটি রুম ছিলো ইসলামিক জুরিসপ্রুডেন্স এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ করার জন্য, বিজ্ঞানের বিভিন্ন শাখার জন্য রুমই ছিলো আলাদা। 
আমি একটা বইয়ের ক্যাটালগ দেখেছিলাম সেখানে গ্রিকদের অনেকগুলো বইয়ের নাম ছিলো যাদের নামও হয়তো কেউ কখনো শোনেনি, এমন কি আমিও তাদের নাম শুনিনি বা পড়িনি!"
Ibn Sina on the royal Samanid library of Bukhara. Quoted in lawton, 1991.

ইবনে সিনার অনেক ভালো/ জ্ঞানের দিকের পাশাপাশি আরো বেশ কিছু দিক ছিলো যা  মানুষ সামনে আনে না যেমন তার মদ আর নারীর প্রতি আকর্ষণ ছিলো প্রচুর পরিমানে। 

যাই হোক, যেটা লিখতে গিয়ে এই লেখা শুরু করলাম সেটি হলো 
হানবালিরা যখন ইবনে সিনাকে ধর্মত্যাগী ঘোষণা করলো এবং কাফির ঘোষনা করলো, তখন তার জবাবে তিনি বলেন:-

"আমাকে কাফের বলা এত সহজ ও মামুলি কাজ নয়;
আর কারো বিশ্বাস আমার বিশ্বাসের চেয়ে শক্তিশালী নয়। এই যুগে আমিই একজন; আর তবুও যদি আমি অবিশ্বাসী হই-
তাহলে আমি বলবো কোথাও কোন সহি মুসলমান খুঁজে পাওয়া যাবে  না। "
অতচ ইতিহাসের কি নির্মম পরিহাস আজকে তাকে নিয়ে মুসলিমরা গর্ব করে যাকে এক কালে কাফির ঘোষণা করেছিলেন। 

 একে অন্যকে কাফির বলা  এটা মুসলিমদের পুরোনো টেকনিক। 
***
আগেও বলেছি আমাদের পূর্বের ইতিহাস হত্যা, রাহাজানির, লুটপাট আর ধ্বংসের ইতিহাস। 
এই অসাধারন জ্ঞানের সূতিকাগারটি(লাইব্রেরি) শেষমেশ কিন্তু আবার দুই শতাব্দী পর মঙ্গোলরা ধ্বংস করে ফেলে!! 
একবার চিন্তা করুনতো কি পরিমান মূল্যবান জ্ঞান আমরা হারিয়েছি!!!
অনেক কিছু লেখার ছিলো ইবনে সিনাকে নিয়ে লেখা বড় হয়ে যাবে তাই শেষ করলাম।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted