মমতা ব্যানার্জী যখন গলার রগ ফুলিয়ে তারস্বরে 'আল্লাহু আকবার' ধ্বনি দেন, তখন তাকে কী কেউ বাধা দিয়েছে? বাধা দেয়নি এই কারণে যে, উনার নিজের ধর্ম পালন করার সম্পূর্ণ অধিকার রয়েছে। সেই সঙ্গে মমতা ব্যানার্জীকে মনে রাখতে হবে যে, একজন ধর্মবিশ্বাসী হি*ন্দুর সাংবিধানিক অধিকার রয়েছে- তার নিজের ধর্ম পালন করার এবং ধর্মীয় স্লোগান দেওয়ার। মমতা ব্যানার্জী যেমন নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী 'আল্লাহ'-র নামে রণধ্বনি দেন, তেমনি একজন হি*ন্দু তার নিজস্ব ধর্ম বিশ্বাস অনুযায়ী নিজের দেবতা 'রাম'-এর নামে জয়ধ্বনি দেবেন- তাতে উনি ক্ষিপ্ত হবেন কেন!
কেউ 'জয় শ্রীরাম' ধ্বনি দিলে মমতা ব্যানার্জী গাড়ি থেকে নেমে তাকে ধাওয়া করেন, পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করান- কারাগারে নিক্ষেপ করেন। কিছুদিন আগে হি*ন্দুদের একটি বিশেষ পূজার প্রতিটি আয়োজন- উনি পুলিশ লেলিয়ে দিয়ে ভণ্ডুল করে দিয়েছেন। কেন পশ্চিমবঙ্গে কী হি*ন্দুর ধর্ম পালন করার অধিকার নেই? না-কী উনার একান্ত আপনজন ফিরহাদ হাকিম ঘোষিত 'মিনি পাকিস্তান'- উনি 'পূর্ণ পাকিস্তান'-এ পরিণত করেছেন? নাহলে বালাকোট হামলার পরে উনি পাকিস্তানের পক্ষে গলাবাজি করলেন কেন?
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কলকাতার একটি জনসভায় সমবেত জনতা 'জয় শ্রীরাম' ধ্বনি দিলে, মমতা ব্যানার্জী কাউকে গ্রেফতার করতে সাহস পাননি; তবে তিনি মাইকের সামনে গিয়ে বলেছেন যে, 'জয় শ্রীরাম' ধ্বনি দেওয়ায় তিনি অপমান বোধ করছেন অর্থাৎ তিনি হি*ন্দুর ধর্ম বিশ্বাসে প্রত্যক্ষ আঘাত করলেন এবং ভাষণ না দিয়ে 'জয়বাংলা' স্লোগান দিয়ে চলে যান। উল্লেখ্য, 'জয়বাংলা' হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণধ্বনি। তাহলে মমতা ব্যানার্জী কী 'জয়বাংলা' স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গ-কে ভারত রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত?
গতকাল কলকাতার আরেকটি জনসভায় মমতা ব্যানার্জী বলেছেন, ভারতে আরও চারটি রাজধানী করতে হবে। তার ভাষায়,"দিল্লিতে আছে টা কী! সব বহিরাগত...।" প্রশ্ন হচ্ছে, একজন ভারতীয় নাগরিক কীভাবে দিল্লিতে বহিরাগত হয়! উনি কথায় কথায় গুজরাটিদের বহিরাগত বলেন; অথচ পাকিস্তানি বংশোদ্ভূত একজন অভিনেতা-কে এনে, সেদিন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উদ্বোধন করালেন! পাকিস্তানের কোন নীলনকশা অনুযায়ী মমতা ব্যানার্জী এগোচ্ছেন?
কৃত্তিবাস ওঝা
২৪/০১/২০২১ খ্রিঃ
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................