উন্মাহ, নবী, পর্দা ফরজ, শরীয়ার বিভেদ যে দেশে দেশে যৌথ খামারে মড়ক লাগাচ্ছে তার দায় কার??

হায় ফ্রান্স! হায় ফরাসী বিপ্লব! মাতম করো এই পরাজয়ের! স্যামুয়েল প্যাটির নামে একটা স্কুলের নামকরণ করতে পারলে না ১৪০০ বছর ধরে নিপীড়িত নির্যাতিত ষড়যন্ত্র আর চক্রান্তের শিকার হওয়া শান্তিবাদী সংখ্যালঘুদের ভয়ে!



যে শিক্ষক ক্লাশে ভিন্নচিন্তার প্রতি শ্রদ্ধা আর বাক স্বাধীনতার উদাহরণ দেখাতে গিয়ে মুসলমানদের নবী প্রেমের কারণে নৃশংস আক্রমণে মারা গেলেন, তার নামে একটি স্কুলের নামকরণ করতে সবাই ভীত হলো কারণ এতে শান্তির ধর্মের লোকজনের টার্গেট হতে হবে। ফরাসী লিবারালরা যেটাকে নাম দিয়েছে ‘ইসলামফোব’ আর ‘মুসলিম বিদ্বেষ’! এখন আঙ্গুল তুললে ১৪০০ বছর ধরে নিপীড়িতরা কান্নাকাটি শুরু করে দিবে খালি ইসলাম আর মুসলমান ছাড়া অন্য কাউকে দেখেন না। নিরপক্ষে প্রমাণ করতে সব ধর্ম সম্প্রদায়কে সমানভাবে সমালোচনা করুন!

এই ফরাসীরা খ্রিস্টান ধর্মকে ঝাড়ু দিয়ে রাষ্ট্র থেকে বিদায় করেছিলো কিন্তু ১৪০০ বছরের নিপীড়িত নির্যাতিতদের জন্য মাদ্রাসা মসজিদ করতে উত্সাহিত করেছিলো! আজ নিপীড়িতরা তার বদলা নিচ্ছে! ‘ইসলামফোব’ ফেরিওয়ালাদের বক্তব্য কি? চমেস্কি অরুন্ধতীদের এন্টেনায় এখন কি সিগনেল দিচ্ছে?

স্থানীয় মেয়র কিছুদিন আগে একটি টিভি চ্যানেলে বলেছিলেন, ''আমি ওই শিক্ষককে সম্মান দিতে চাই। এটা হবে আমাদের প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রতীক।' এখন তিনি গণমাধ্যমকে কিছু বলতে অপারগ বলছেন! গভর্নিং বোর্ডের বক্তব্য এখানে আন্ডার লাইন করে রাখার মত ''আমরা আমাদের সহকর্মীকে সম্মান জানাতে চাই। কিন্তু এভাবে নয়। ওরা তাহলে আমাদের টার্গেট করবে। আমরা সেটা এড়াতে চাই”।

স্কুলের শিক্ষকরা ভীত! ৪২ শতাংশ শিক্ষক স্বীকার করেছেন তারা বিষয়টা এড়াতে চাচ্ছে কারণ তারা ভীত। তাদের একজন বলছেন, ''আমি বুঝতে পারছি, কেউ নিজের জীবনের ঝুঁকি নিতে চাইছেন না। বিশেষ করে ২০১৫ সালে শার্লি এব্দোর ঘটনার পর। সত্তর বছর আগে আমরা যে সমাজে বাস করতাম, এখন তা আর নেই। তবে এই প্রজাতন্ত্রের আদর্শ বাঁচানোর দায়িত্ব সরকারি কর্মীদের উপর বর্তায়।''

৭০ বছর আগে ফরাসীরা যে ধর্মনিরপেক্ষ সেক্যুলার মুক্তচিন্তার দেশে বাস করত সেখানে কি এলিয়েনরা এসে আজ অসহিষ্ণু করে তুলেছে? তাদের নাম নিলে একদল একচোখা বুদ্ধিজীবী ‘ইসলামফোবিয়া’ ‘ইসলামফোবিয়া’ বলে গলা ফাটাবে! হায়, যে ফরাসীরা ধর্ম আর ডানপন্থি রাজনীতিকে আস্তাকুড়েতে নিক্ষেপ করেছিলো তারাই যদি এখন এই নিজদেশে পরবাসের হাত থেকে বাঁচতে ডানপন্থি হতে বাধ্য হয়? কেউ বিশ্লেষণে যাবে না কেন সিংহলিজরা এন্টি মুসলমান হয়ে পড়ছে? কেন পুরো ভারতে আজ গেরুয়া উত্থান! ফরাসী সমাজে যে ভাঙ্গন তার মূলেও তো সেই একই ধর্ম বিশ্বাসের লোকজন! সেই তাদের উন্মাহ, নবী, পর্দা ফরজ, শরীয়ার বিভেদ যে দেশে দেশে যৌথ খামারে মড়ক লাগাচ্ছে তার দয় কি লিবারালরা সময় মত ঘাড়ে নিবেন নাকি ফুকো হেগেল পোস্ট কলোনিয়াল প্রলেতরিয়েত ইত্যাদি ভারি ভারি কথা বলে পিছলায় যাবেন?

#সুষুপ্ত_পাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted