বাঙালী সংস্কৃতি নির্মূল করতে হলে হিন্দুদের থেকে বাঙালী মুসলমানদের পৃথক করা শুরু হয়।

১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঘটা সমস্ত গণহত্যার দায় পাকিস্তান সেনাবাহিনীর। বাংলাদেশের মানুষের কাছে এই যুদ্ধ ছিলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জনযুদ্ধ। কিন্তু পাকিস্তানের কাছে এই যুদ্ধ ছিলো ইসলাম রক্ষা ও মুসলিম মিল্লাতের ঐক্য অটুট রাখা।
এটা করতে গিয়ে পাকিস্তানীরা মনে করেছে সবচেয়ে বড় বাধা হিন্দুরা। বাঙালী সংস্কৃতি নির্মূল করতে হলে হিন্দুদের থেকে বাঙালী মুসলমানদের পৃথক করতে হবে। এরপর থাকে আওয়ামী লীগ যাদেরকে পাকিস্তানীরা মনে করত ভারতের এজন্ডা বাস্তবায়নে কাজ করে। তাই ২৫ মার্চ রাত থেকে প্লাণ করে গণহত্যার যে ক্যাটাগরি করা হয় তাতে “হিন্দু” একটি সতন্ত্র ক্যাটাগরি ছিলো। ২৫ মার্চ পুরান ঢাকায় যে তান্ডব চালানো হয়েছিলো সেটা ঢাকার আর কোথাো চালানো হয়নি। রাজারবাগ পুলিশ লাইনে তান্ডব চালানো হয়েছিলো যেখানে পুলিশদের ৯৯.৯৯ ভাগই মুসলমান ছিলো। আবার মুক্তিযোদ্ধাদের কথা ধরলে তাদের ৯৫ ভাগই ছিলো ধর্মে মুসলমান। এদেরকে হাতের কাছে পেলে পাকিস্তানী সোলজাররা আদর করত না। কিন্তু হিন্দু জনগোষ্ঠিকে তারা আলাদা্ করে চিহিৃত করেছিলো এই সত্য তাতে মিথ্যে হয়ে যায় না। পাকিস্তানীরা এদেশে হিন্দুদের উপর গণহত্যা কি নতুন চালিয়েছে? ৬২-৬৪-৬৫ সালের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, হত্যা, ধর্ষণ, লুটপাটগুলোকে কি এখন বলবেন সেগুলোও ভসাম্প্রদায়িকভাবে হয়েছিলো? পাকিস্তদানী সেনারা গ্রামগুলোতে এসেই জিজ্ঞেস করত, কাফের কাঁহা, মুক্তি কাঁহা? তারপরও এদেশে হিন্দুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুদীদের মত ভাগ্যবরণ করতে হয়নি এটা প্রমাণ করতে আপনি এত মড়িয়া কেন? হিন্দু হলোকাস্ট হলে তার দায় পাকিস্তানীদের, আপনার নয়।

হিন্দুদের প্রতি আমার আলাদা কোন দরদ নেই। আমি যখন হিন্দু ধর্ম ও তার সংস্কার নিয়ে লিখি তখন হিন্দুরা যে মুসলমান মুমিনদের চেয়ে কোন অংশে কম নয় সেটা আমাকে বারবার মনে করিয়ে দিয়েছে। হিন্দুরাও চরমমাত্রায় হিন্দু জাতীয়তাবাদী। এখন আরো বেশি করে হচ্ছে। সত্যি কথা বলতে গেলে আমি তাই কারোরই বন্ধু থাকি না। কিন্তু আমার দায় সত্যের কাছে। যাকে আমি সত্য বলে জানি আমি তার পক্ষেই থাকব। ৭১-এ বাংলাদেশে হিন্দুরা হিন্দু পরিচয়ে আলাদা করে গণহত্যার শিকার হয়েছে তার স্বীকৃতির দরকার বলে আমি মনে করি। আমাকে আশ্চর্য করে মুক্তিযুদ্ধের চেতনার লোকজনরাই! কেন তারা পাকিস্তানীদের উপর যে দায় বর্তাবে তার জন্য অস্বস্তিতে ভোগেন? এটা কি দ্বিজাতিতত্ত্বের প্রতি জেনেটিক সমর্থন চলে আসার মত? শত হলেও লড়কে লেঙ্গে পাকিস্তান তো হামারাই করেছিলাম কিনা...!

#সুষুপ্ত_পাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted