মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে! এটার আরেকটা জমজ ভাই আছে "বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে"!

জ্ঞান হওয়ার পর থেকে শুনে আসছি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে!  এটার আরেকটা জমজ ভাই আছে "বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে"!

এটা গোটা উপমহাদেশ জুড়ে এক রমরমা ব্যবসা। দেশপ্রেম ধর্মপ্রেম এখানে সাইকো লোকজনের হাতে। মুসলমান আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে পাবলিককে বিশ্বাস করাতে পারলে হুজুরগিরি পেশার বাড়বাড়ন্ত। অপরদিকে জাতীয়তাবাদের সুরসুরি দিয়ে ষড়যন্ত্রের দাবী করলে রাজনীতি ব্যবসার রমরমা। কাশ্মীরের দিকে তাকান। মেহমুদা মূফতি ফারুক আবদুল্লাহ এরা কাশ্মীরকে তাদের প্রাইভেট প্রোপার্টি মনে করে। দরিদ্র কাশ্মীরের মধ্যে তাদের এই জমিদারি জীবনযাপন করবার একমাত্র মন্ত্র "কাশ্মীরী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে"। পাকিস্তানের নেওয়াজ, ভূট্ট পরিবার, ইমরান, সেনাবাহিনীর করে খাওয়ার মন্ত্রও একই, "পাকিস্তান ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে"!  ভারতের রাজনৈতিক পরিবারগুলো থেকে সংঘ রাম বাম সব শেয়ালের এক রা "ষড়যন্ত্র হচ্ছে "!

আর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না হলে এতদিনে ফিফা প্রেসিডেন্ট হয়ে যেত কাজি সালাউদ্দীন! সাকিবাল হাসান নয়শো ইউকেট নিয়ে ফেলত! ষড়যন্ত্রের কারণেই কোন বাংলাদেশী নোবেল পাচ্ছে না! এমন কি প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনুসও আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র করেই নোবেল পেয়েছিলেন! ষড়যন্ত্র করেই তাজমহল আজ ভারতের! ...এই গান না গাইলে বাংলাদেশে তোমার কোন ভাত নাই! 

আমেরিকা যে দেশটির উপর পারমাণবিক বোমা ফেলেছিল সেই জাপানীরা নিজেদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত জাতিকে দমিয়ে রাখতে যদি সেখানকার রাজনৈতিক নেতারা ষড়যন্ত্র আর বোমা ফেলতে শত্রুরা চক্রান্ত করছে বলে জনগণকে বুঁদ করে রাখত তাহলে গোটা পৃথিবীতে তারা "মেইড ইন জাপান" নির্ভরতায় সন্মানিত হত না।

#সুষুপ্ত_পাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted