আজকের কলকাতার নতুন সেকু মাকু প্রজন্ম কি জানে তাদের পূর্বপুরুষদের পূর্ববঙ্গে কতটুকু প্রভাব প্রতিপত্তি ছিলো.........?
১৯৮০ সাল থেকে ২০১৭ সাল অব্দি ঢাকা থেকে পশ্চিম বঙ্গে যতবার গিয়েছি পুরনো কলকাতা থেকে নতুন কলকাতা বহুবার চষে বেড়ানোর সৌভাগ্য হয়েছিল। আমি ইংরেজির ছাত্র হওয়ার সুবাদে কলকাতার ইংরেজি ভাষী নতুন প্রজন্মের বহু মানুষের সাথে কথা বলেছি তারা কতটুকু তাদের শেকড়ের খবর সম্বন্ধে জানে?
উত্তরে যা পেয়েছি, তাতে তাঁরা শুধু বলতে পারে খুব বেশি ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বরিশাল জেলার নাম।আজ আমি তুলে ধরবো দেশভাগের পূর্বে খোদ রাজধানী ঢাকা শহরে অভিজাত Hiন্দু সম্প্রদায়ের স্মৃতি চিহ্ন গুলো।
পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের রাজধানী পুরনো ঢাকার দীননাথ সেন লেনের কথাই যদি বলি এই রাস্তাটিতে ছিলো মহানায়িকা সুচিত্রা সেনের শ্বশুর বাড়ি। নায়িকা সুচিত্রা সেনের দাদা-শ্বশুর দীননাথ সেনের বাড়ি ছিলো এই রোডে।
পশ্চিম বঙ্গ এবং পূর্ববঙ্গ মিলে বাংলা তখন একটাই পুরো বাংলার রাজধানী ছিলো কলকাতা। পুরনো ঢাকার তৎকালীন অভিজাত এলাকা গুলোর সাথে কলকাতার নিবিড়ভাবে যোগাযোগ ছিলো মূলত ব্যবসা বাণিজ্যের সংযোগ ছাড়াও শিক্ষা এবং কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু ছিলো কলকাতা।
তবে ১৯৪৬ সালের একতরফা Hiন্দু নিধন এবং ১৯৪৭ সালের দেশভাগের পরবর্তী সময়ে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক বিদ্দ্বেষে পুরনো ঢাকার অভিজাত Hiন্দু পরিবার গুলো দলে দলে ঢাকা ছেড়ে পশ্চিম বাংলায় চলে যেতে বাধ্য হয়। পুরনো ঢাকায় এখনো চোখে পড়বে হিন্দুদের ফেলে যাওয়া সেইসব ঘরবাড়ি। এমনকি তৎকালীন সময়ের ব্যানার্জী, চ্যাটার্জী মুখার্জি, বোস, সেন বাবুদের নামে নামকরণ পুরনো ঢাকার সেই রাস্তা গুলো সাক্ষী দিচ্ছে পূর্ববঙ্গে তৎকালীন অভিজাত Hiন্দু সম্প্রদায়ের দারুন প্রভাব প্রতিপত্তি। এরকম কিছু রাস্তা ও লেনের নাম নিন্মে দেওয়া হলো, যে গুলি এখনো বর্তমান। তবে Eসলামিক আগ্রাসনে বেশিদিন আর থাকবে না।
দীননাথ সেন লেন, কেশব ব্যানার্জী রোড, শশীভূষণ চ্যাটার্জি লেন, রজনী চৌধুরী রোড, এস কে দাস রোড, ঠাকুরদাস লেন, জাস্টিস লালমোহন দাস লেন, ঋষিকেষ দাস লেন, রেবতী মোহন দাস লেন, লালমোহন সাহা স্ট্রিট, ভজহরি সাহা স্ট্রিট, পদ্মনিধি লেন, হরি বাবু ষ্ট্রিট ল্যান্ড অকসেন লেন, চন্ডী চরণ বোস ষ্ট্রিট, রাঁধাশ্যাম সাহা ষ্ট্রিট।
আশোক লেন, বাধিকা মোহন বসাক লেন, হরি প্রসন্ন মিত্র রোড,উৎসব পোদ্দার লেন, প্রসন্ন পোদ্দার লেন, রাখাল চন্দ্র বসাক লেন, বাঁশিচরণ সেন পোদ্দার লেন।
ভগবতী ব্যানার্জী রোড, অভয়দাস লেন, শরৎগুপ্ত রোড, গুরুদাস সরকার লেন।
লালচান লেন, গোপী মোহন বসাক লেন, শশী মোহন বসাক লেন, নরেন্দ নাথ বসাক লেন, যদুনাথ বসাক লেন, চন্দ্রনাথ বসাক স্ট্রীট, মদন পাল লেন,ভগবতী ব্যানার্জী রোড, অভয়দাস লেন, শ্যামা প্রসাদ চৌধুরী লেন, মদন সাহা লেন, ঈশ্বর দাস লেন, হরিশ চন্দ্র বসু স্ট্রিট, প্রতাপ দাস লেন, বি কে দাস রোড, কেজি গুপ্ত লেন, জয়চন্দ্র ঘোষ লেন, প্যারিদাস রোড, গোপাল সাহা লেন, মোহিনী মোহন দাস লেন, পূর্ণ চন্দ্র ব্যানার্জি লেন, রূপচান দাস লেন, মুন্সী হরি মোহন দাস লেন, আনন্দ মোহন দাস লেন, শ্রীশ দাস লেন, হেমেন্দ্র দাস লেন, দিবেন্দ্র দাস লেন, শুকলাল দাস লেন, রূপলাল দাস লেন, মদনমোহন বসাক লেন।
ছবিতে এই লেনগুলোয় বাংলাদেশের বর্তমান সময়ের কিছু Hiন্দু বাড়ি। বলাইবাহুল্য যে, এখানে কোন Hiন্দুই আর বসবাস করে না, বা করতে পারে না।
রেজাউল মাণিক
দুঃখজনক বিষয় হলো লেখাটা আমার কিন্তু আমার নামই নেই।
ReplyDeletesorry, দুঃখে সাথে বলছি, লেখটি কালেকশন সময় কোন লেখকের নাম ছিলো না।
DeletePost a Comment
যুক্তি সংগত কথা বলুন.................