কানাডার মুসলিম পরিবারের ৪ জনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে এক কানাডীয় তরুণ। পুলিশ বলছে এটা পরিস্কার ধর্মীয় ঘৃণা থেকে ঘটানো হয়েছে।
এরকম মর্মান্তিক ঘটনা যেন না ঘটে আমার প্রতিটি লেখা তাই মুসলিমদের উদ্দেশ্য করে লেখা। আমি তাদের অমঙ্গল চাইলে বেশি বেশি তাদের বিশ্বাস নিয়ে থাকার পক্ষে বলতাম। বলতাম মাদ্রাসা থেকেই বিজ গণিত বের হয়েছে। বলতাম পশ্চিমাদের ইসলাম বিদ্বেষের কারণেই জঙ্গিবাদ বেড়েছে। তাদের অমঙ্গল চাইলে ঘুরিয়ে পেচিয়ে "মুসলিম বিশ্বের" অলিক ধারণাকে সাপোর্ট করতাম। আমি এই সম্প্রদায় থেকে উঠে আসা একজন মুরতাদ। আমি জানি প্রতিটি একনিষ্ঠ ইসলাম অনুসারী মুসলিম কতখানি উগ্র মুসলিম জাতীয়তাবাদ ও পলিটিক্যাল ইসলামকে লালন করে থাকে। তাই অমুসলিমদের অবিশ্বাস ঘৃণা বিদ্বেষ মুসলমানদের কর্মফল! ইউরোপ আমেরিকায় তারা ইসলামী শাসনের হাস্যকর স্বপ্ন দেখে। একদিন পৃথিবীর শাসক হবে শুধু মুসলমানরা। এরকম ফ্যাসিস্ট ধর্ম বিশ্বাস তাদেরকে কোন সমাজেই আত্মীকরণ করতে দেয় না। নিজ দেশে ভারতীয় মুসলমান যদি গজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখে একদিন হিন্দুদের সঙ্গে তাদের যুদ্ধ হবে সে কি করে নিজের দেশকে নিজের দেশের ইতিহাস ঐতিহ্যকে ভালোবাসবে? আমি এই ঘৃণা ও পাল্টা ঘৃণা থেকে মুসলমানদের মুক্তি চাই। সে জন্যই তাদের জাতীয়তাবাদী ইসলামের বিরুদ্ধে লিখি। কিন্তু তারা এতটাই মূর্খ যে সেসব অনুধাবন করতেন না পেরে আমাকে জিজ্ঞেস করে আপনি খালি ইসলামের পেছনে লাগেন কেন? হিন্দুরা এত কুসংস্কার মানে সেসব নিয়ে লিখতে পারেন না...।
গাধাগুলি একবার ভেবে দেখে না ইউরোপ আমেরিকার হিন্দু বৌদ্ধ শিখ জৈন কমিউনিটির উপর তো কেউ ক্ষুব্ধ নয়। মুসলিম জনসংখ্যা নিয়ে সাদারা চিন্তিত হলেও বিপুল সংখ্যক ভারতীয় হিন্দুদের নিয়ে তো কথা উঠেনি। অস্ট্রিয়া বেলজিয়াম সরকার কেন ইসলাম ধর্মের উপর কঠর হয়ে আইন করেছে? শ্রীলঙ্কায় কেন বোরখা নিষিদ্ধ? কেন মসজিদ মাদ্রাসার পিছনে গোয়েন্দা লাগানো হয়? মন্দির তো কম নেই ওসব দেশে। ইসকন তো ওসব দেশের রাস্তায় নেমে পাগলামি ছাগলামী কম করে না। কিন্তু সন্ত্রাসী বলে কি ওদের দেখে ভীত হয়? এই যে নিরহ একটি পরিবার ঘৃণার শিকার হলো এ থেকে আমাদের শিক্ষা কি? "পশ্চিমারাও কম জঙ্গি না" এসব বলে জঙ্গি মানসিকতাকে ব্যালেন্স করব? নোয়াম চমেস্কি এডওয়ার্ড সাঈদ থেকে পশ্চিমা মুসলিম বিদ্বেষ কোট করে দেখাবো? এসব করে কি মুসলিম হিসেবে আপনি ওসব দেশে সামনে নিরাপদ থাকবেন? পাটকেল মারা তো শুরু হয়ে গেছে। এবার আত্মসমালোচনা শুরু করুন। সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে ...
-সুষুপ্ত পাঠক
#সুষুপ্তপাঠক
#SusuptoPathok
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................