রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের টাকায় হাফেজিয়া মাদ্রাসা তৈরি করে নিজের নামে সেই মাদ্রাসার নাম করেছেন। তার দুর্নীতি হিসেবে নিজের নামে মাদ্রাসা নামকরণকে মিডিয়া উল্লেখ করলেও বিশ্ববিদ্যালয়ের টাকায় মাদ্রাসা তৈরি করার যৌক্তিকতার প্রশ্ন তোলা হয়নি। বিশ্ববিদ্যালয়ের টাকায় গবেষণা ফান্ড তৈরি হয় শুনতাম এখন জানলাম বাংলাদেশে হাফেজিয়া মাদ্রাসা তৈরি হচ্ছে!
৫৬০টি "মঠেল মসজিদের" ৫০টির উদ্বোধন হয়ে গেলো গতকাল। এই মাসেই বাংলাদেশে একটি ক্যান্সার রিসার্চ সেন্টার প্লাস মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছে কুমুদিনী। ৩ লাখ ৪৬ হাজার ২৪২ বর্গফুট নিজস্ব জমিতে তৈরি হবে এই প্রতিষ্ঠান। সরকার বানাবে মসজিদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র আর রণদাপ্রসাদ সাহার বংশধররা বানাবে হাসপাতাল!
রণদাপ্রসাদের উপর ক্ষ্যাপা ছিলো দ্বিজাতিতত্ত্বের ছানাপোনারা। একাত্তরে তাঁর উপর প্রতিশোধ নেয় দ্বিজাতিতত্ত্বের দুইপক্ষের মধ্যে লাগা গৃহযুদ্ধের একপক্ষের হাতে। আদালত এই হত্যার রায়ে মন্তব্য করেছিলেন, এই হত্যাকাণ্ড দেখে মনে হচ্ছে "হিন্দু সম্প্রদায় নিশ্চিহ্ন করে দেয়ার উদ্দেশ্যে" ঘটানো হয়েছে। রণদাপ্রসাদ এইদেশে কুমুদিনী হাসপাতাল (মির্জাপুর), নার্সিং স্কুল, মহিলা মেডিকেল কলেজ, ভিলেজ আউটরিচ প্রোগ্রাম, ভারতেশ্বরী হোম্স, ট্রেড ট্রেনিং স্কুল, কুমুদিনী হ্যান্ডিক্রাফ্টস প্রভৃতি প্রতিষ্ঠানগুলি করে গেছেন। তাঁর পরিবার "মডেল মন্দির" বা ধর্মশালা হিন্দু সংস্কৃতির পিছনে অর্থ ঢালতে পারতেন। প্রকৃত ইতিহাস হচ্ছে বাংলাদেশের শতবর্ষী যত স্কুল কলেজ দেখবেন তার ৯৯ ভাগ হিন্দুদের তৈরি করা। তারা এদেশে শিক্ষার জন্য অর্থ সম্পদ দান করার ফলে সেখানে মুসলমানরাই উপকৃত হয়েছিল। ৫৬০টি মডেল মসজিদ থেকে মুসলমানরা ইসলামী সংস্কৃতি আর ইসলামী হুকুমত কায়েম করার শিক্ষা পাবে। কিন্তু কুমুদিনীর ক্যান্সার রিসার্চ সেন্টার প্লাস মেডিকেল কলেজ কাম নার্সিং ট্রেনিং সেন্টার থেকে উপকৃত হবে ৯০ ভাগ মুসলমানের দেশে কারা বেশি?
আমার আশ্চর্য লেগেছে আমাদের বুদ্ধিজীবী, লেখক, বামপন্থীরা কেউ ৫৬০টি মসজিদের অপ্রয়োজনীয়তা নিয়ে মুখ খুললেন না! একারণে যে উনারাও প্রবল মাত্রায় মুসলমান? রণদাপ্রসাদকে নিয়েও তারা লিখেন না। তাদের হিরো ওহাবী কট্টর ইসলামপন্থী তিতুমীর!
#সুষুপ্তপাঠক
#SusuptoPathok
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................