আমি জানি না ঠিক কি দিয়ে এগুলোর বিরুদ্ধে মোকাবিলা করবেন? মাদ্রাসার উচ্চতর ক্লাশের ছাত্ররা "গাজওয়াতুল হিন্দ" অধ্যয়ন করে। এরকম হাদীস মুখস্ত করে "মুফতি" হত হয়। "হায়দার" নামের একটা সিনেমা হয়েছিল ভারতে। কাশ্মীরের একজন আইনজীবীকে নিয়ে সিনেমাটা। কিভাবে একজন মুস লিম হওয়ার কারণে সন্দেহ বশে সে নিপীড়িত হয়েছিল।
পরবর্তীতে সে এইরকম মুস লিম যারা জঙ্গি বলে ধৃত হত তাদের হয়ে সে আইনী লড়াই করত। তার জীবনী নিয়ে সিনেমা বানানো হয়েছিল হায়দার। সমস্যাটা আসলে কেউ গোঁড়ায় গিয়ে ধরতে চান না। নিরহ হায়দার যেমন আছে তেমন কাসবদের মত লোকও আছে। সেই কাসরবের পাকিস্তান থেকে আসতে হবে না। ভারতেই তৈরি হবে কাসবরা। বাংলাদেশের সঙ্গে যৌন ব্রাঞ্চে গাজওয়াতুল হিন্দ করার ছক কষা হচ্ছে। বাংলাদেশ থেকে মুফতি আমীর হামযা, আবদুল্লাহ বিন ইউসুফরা গিয়ে গাজওয়াতুল হিন্দের ওয়াজ করে এসেছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এরকম ওয়াজ হয়েছে। আপনি হয় একটা পক্ষ নিয়ে নিবেন। সবাইকে হায়দারের মত নিষ্পাপ বলে দিবেন তো সবাইকে কসাব বলে দিবেন। হিন্দুত্ববাদীরা মুস লিম বিরোধীতা করে ভারত থেকে বের করে দেয়ার হিংসা দেখাবে। আর আপনি সব কিছুকে মুস লিম বিরোধী ইস লাম বিদ্বেষ বলে আসল ক্রিমিনালদের আড়াল করে দিবেন। ভোটের হিসাব কষতে বসে এইসব উগ্রবাদকে না দেখার ভান করবেন। কেউ দেখবে না কোথায় থেকে আসছে গাজওয়াতুল হিন্দের মশলা। কেন ভারত জাতি ধর্ম বর্ণ সকলের জন্য একটি শিক্ষা ব্যবস্থায় যাওয়া যায় না? এই একুশ শতকে এসেও কেন দেওবন্দ নামের পশ্চাদবর্তী শিক্ষা বহালতবিয়তে জারি থাকবে?
পরবর্তীতে সে এইরকম মুস লিম যারা জঙ্গি বলে ধৃত হত তাদের হয়ে সে আইনী লড়াই করত। তার জীবনী নিয়ে সিনেমা বানানো হয়েছিল হায়দার। সমস্যাটা আসলে কেউ গোঁড়ায় গিয়ে ধরতে চান না। নিরহ হায়দার যেমন আছে তেমন কাসবদের মত লোকও আছে। সেই কাসরবের পাকিস্তান থেকে আসতে হবে না। ভারতেই তৈরি হবে কাসবরা। বাংলাদেশের সঙ্গে যৌন ব্রাঞ্চে গাজওয়াতুল হিন্দ করার ছক কষা হচ্ছে। বাংলাদেশ থেকে মুফতি আমীর হামযা, আবদুল্লাহ বিন ইউসুফরা গিয়ে গাজওয়াতুল হিন্দের ওয়াজ করে এসেছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এরকম ওয়াজ হয়েছে। আপনি হয় একটা পক্ষ নিয়ে নিবেন। সবাইকে হায়দারের মত নিষ্পাপ বলে দিবেন তো সবাইকে কসাব বলে দিবেন। হিন্দুত্ববাদীরা মুস লিম বিরোধীতা করে ভারত থেকে বের করে দেয়ার হিংসা দেখাবে। আর আপনি সব কিছুকে মুস লিম বিরোধী ইস লাম বিদ্বেষ বলে আসল ক্রিমিনালদের আড়াল করে দিবেন। ভোটের হিসাব কষতে বসে এইসব উগ্রবাদকে না দেখার ভান করবেন। কেউ দেখবে না কোথায় থেকে আসছে গাজওয়াতুল হিন্দের মশলা। কেন ভারত জাতি ধর্ম বর্ণ সকলের জন্য একটি শিক্ষা ব্যবস্থায় যাওয়া যায় না? এই একুশ শতকে এসেও কেন দেওবন্দ নামের পশ্চাদবর্তী শিক্ষা বহালতবিয়তে জারি থাকবে?
#সুষুপ্তপাঠক
#SusuptoPathok
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................