তালেবানরা ঘোষণা দিয়েছে তারা নারীদের কর্মক্ষেত্র ও শিক্ষার জন্য বাইরে যাওয়ার অনুমতি দিবে তবে সেটা অবশ্যই শরীয়ত সম্মতভাবে হতে হবে।

তালেবানরা ঘোষণা দিয়েছে তারা নারীদের কর্মক্ষেত্র ও শিক্ষার জন্য বাইরে যাওয়ার অনুমতি দিবে তবে সেটা অবশ্যই শরীয়ত সম্মতভাবে হতে হবে। একই সঙ্গে তারা বোরখাকে বাধ্যতামূলক করেনি হিজাব পরলেই চলবে বলেছে...।

এটা জেনে দেশী মডারেট  ও জঙ্গি তালেবানরা আফগানিস্থানের তালেবানদের পক্ষে সাফাই গাওয়া শুরু করছে। মানুষকে ধর্ম দিয়ে বোকা বানানো সহজ কারণ বেশির ভাগ মানুষই ধর্মীয় মাসালাগুলো জানে না। শরীয়ত মেনে নারীদের শিক্ষা গ্রহণ বা কর্মসংস্থান আসলে কঠিন শুধু নয় অসম্ভব। তবু সব মৌলবাদী মুসলমান নারীদের আজকের যুগের বাস্তবতায় আন্তর্জাতিক চাপে শরীয়ত মেনে শিক্ষা কর্মসংস্থানের কথা বলে। কিন্তু শরীয়তের নিয়ম হচ্ছে, নারীদের কোন পর পুরুষের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হারাম। যে কারণে নারীদের পুরুষ শিক্ষক দিয়ে পড়ানো যাবে না। ফলে ক্লাশ ফাইভ পর্যন্ত পড়ানোর মত বিপুল পরিমাণ নারী শিক্ষক আফগানিস্থানে যে পাওয়া যাবে না সেটা জঙ্গিরা ভালো করে জানে। এর বাইরে কলেজ বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, সাংবাদিকতা কোনটাই শুধু নারীদের দিয়ে পরিচালিত হবে সেরকম কোন বাস্তবতা পৃথিবীর কোথাও সম্ভব নয়। দ্বিতীয়ত বিশ্ববিদ্যাল বা অফিস যদি কয়েক কিলোমিটার দূরের হয় তাহলেই নারীকে তার মাহরাম (বাবা ভাই ছেলে) ছাড়া একা সেখানে গিয়ে চাকরি বা শিক্ষা কোন কিছুই গ্রহণ করা সম্ভব নয়। তালেবান স্পষ্ট করে বলেছে সব কিছুই করতে হবে শরীয়তকে মান্য করে। কাজেই নারীর উচ্চ শিক্ষা বা কর্মসংস্থান তালেবানরা অনুমতি দিয়েও অসম্ভব করে ফেলবে। শরীয়ত অনুসারে  কখনো পুরুষের উপর নারী নেতৃত্ব দিতে পারবে না। মানে কর্মসংস্থানে কোন নারী পুরুষের বস হতে পারবে না। যেহেতু পুরুষদের সঙ্গে একই ছাদে বসে কাজ করলে ‘জেনা’ ঘটার সম্ভবনা থাকে কাজেই ইসলাম মতে একই ফ্লোরে বসে নারী পুরুষ পাশাপাশি কাজ করতে পারে না। তাই পুরুষের বস হওয়ারও প্রশ্ন আসে না।

'বোরখা’ বলতে ইসলামের এমন কোন ড্রেস কোডের কথা কোথাও বলা নেই। বলা হয়েছে নারীরা মাথা ঢেকে রেখে শরীরের বাকী অংশ চাদরের বাকী অংশ দিয়ে এমনভাবে ঢেকে রাখবে যাতে নারীর স্বাভাবিক শারীরিক অবয়বের চিহ্ন পর্যন্ত বুঝা না যায়। এরকম ড্রেস কোড কি বোরখার চেয়ে বেশি সহজ? তালেবানকে কেন আপনার মনে হচ্ছে ৯৬ সালের চেয়ে এবার তারা অনেক বেশি ছাড় দিচ্ছে? মনে হচ্ছে কারণ মনের কোণে আপনার তালেবানের প্রতি সমর্থন আছে যেটা আপনি নিজের কাছেও স্বীকার করতে চাইছেন না!

 -সুষুপ্ত পাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted