গাজওয়াতুল হিন্দ এর যুদ্ধ চলছে?সৈন্য যেন আফগানিস্তানে না পাঠায় ইন্ডিয়া।

Stay Conneted

গাজওয়াতুল হিন্দ এর যুদ্ধ চলছে?সৈন্য যেন আফগানিস্তানে না পাঠায় ইন্ডিয়া।
তালিবান ইসলাম বিরোধী কাজ করলে মুসলিম রা চুপ থাকতোনা!
---------------------------------------
সৈন্য যেন আফগানিস্তানে না পাঠায় ইন্ডিয়া। আফগানিস্তান মরণ ফাঁদ।আফগান  সমস্যা সমাধানের  ও  রক্ষার দায়িত্ব ইন্ডিয়ার নয়!

লক্ষ্যভ্রষ্ট মুসলিম দের সহি ইসলামের পথে ফিরিয়ে আনা, তালিবান দের ইসলামিক অধিকার। এর বিরোধিতা করা মানেই, আল্লার  বিরোধিতা, ইসলামিক শাস্তি  মৃত্যুদণ্ড, সে যে ধর্মের হোক না কেন! তবে এরা  যদি অন্য ধর্মের লোকদের সমস্যা সৃষ্টি করে, তখন এদের বিরুদ্ধে লড়াই করা বিশ্বের অমুসলিমদের কর্তব্য! তালিবানদের বা ইসলামের পারিবারিক সমস্যা নিয়ে অমুসলিমদের মাথা ঘামাবার কোনো নৈতিক অধিকার আছে কি?
তথাকথিত গাজওয়াতুল হিন্দ এর যুদ্ধ চলার কথা ভারতীয় উপমহাদেশে। অর্থাৎ এক  দিকে কাম্বডিয়া , ইন্দোনেশিয়া, ভিয়েতনাম। ..., অন্যদিকে ইরান, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, বাংলাদেশ ও বর্তমান ইন্ডিয়া র মধ্যে ।  ইন্ডিয়া যদি নীরব থেকে আফগান ও পাকিস্তানের এর মধ্যে গাজওয়াতুল হিন্দ এর যুদ্ধ সীমাবদ্ধ রাখে, তা হলেই দ্রুত শান্তি ফিরবে। 

আর যদি তালিবান ইসলাম বিরোধী কাজ করে, সেটা দেখার দায়িত্ব  মুসলিম দের। এখন পর্যন্ত তালিবান বিরোধী মিছিল কোনো মুসলিম রা করেনি। 
ইন্ডিয়া ও অমুসলিম দেশ নিজেকে রক্ষা করুক! ইসলাম নিজেদের বুঝে নিক!  প্রত্যেক মুসলিম মনে প্রাণে তালিবান, নতুবা সে ইসলাম ত্যাগ করতো!
Mrinal, Berlin, 14.09.2021

Post a Comment

যুক্তি সংগত কথা বলুন.................