মডারেট মুসলমান সাজতে চেয়েছিলো।

Stay Conneted

যখন আফগানিস্থানে তালেবান ছিলো না, পর্দা করার জন্য বেত মারা হতো না, তখনো এরা এইসব উদ্ভট পোশাক পরে খেলতে যেত। নিজেদের বিশেষভাবে 'মুসলমান' পরিচয় জানান দিতে এভাবে সাজ পোশাক করার মধ্যে যে রক্ষণশীল মানসিকতা সেখানেই তো তালেবানদের সহজে চলে আসার ক্ষেত্র তৈরি করে দেয়।



 গত বিশ বছরে আফগানরা নিজেদের পরিবর্তন করেনি। তারা মডারেট মুসলমান সাজতে চেয়েছিলো। মানে গোঁড়াদের মন জোগাবো আবার খেলব নাচব গাইব পড়ব...। আজ বিশ বছর পর এদের দেশত্যাগ করতে হচ্ছে। এবারও কি শিক্ষা হবে না?

-সুষুপ্ত পাঠক

Post a Comment

যুক্তি সংগত কথা বলুন.................