মাইক আথার্টন আফগান অধিনায়ককে ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় কিছু বলতে বলল। আফগান অধিনায়ক তার কথা শুরু করলেন আরবীতে ‘বি স মি ল্লা হির রা হ মা নি র রা হি ম’ বলে। কেন? আথার্টন কি এর মানে জানে? আন্তর্জাতিক একটি ম্যাচে মু স লি ম দর্শক ব্যতিত আর কোন দর্শক কি এর অর্থ বুঝতে পারছে? তাহলে এটা বলার মানে কি?
আফগান ক্রিকেটার তার ধর্ম অনুসরণ করে যে কোন কিছু করার আগে বি স মি ল্লা হ বলে। তার মানে এটা তার ধর্মীয় বাধ্যবাধকতা? তাহলে বি স মি ল্লা হ টা মনে মনে বললেই তো হয়? আ ল্লা হ কি ক্যাবল টিভিতে খেলা দেখে নিশ্চিত হয় আফগানী পাকিস্তানী ক্রিকেটাররা বি স মি ল্লা হ বলেছে কিনা?
এগুলো আসলে অ মু স লি ম দে র শোনানোর উদ্দেশ্যেই বলা। নিজেদের ই স লা মী কালচার অন্যের সামনে প্রদর্শন করা। মাঠে ড্রেসিংরুম থাকে। নামাজ তো সেখানে গিয়েই পড়া যায়। কিন্তু মাঠে পড়লে মিডিয়ার ক্যামেরা ছবি তুলবে। সেই ছবি মিডিয়া প্রচার করবে। এতে ই স লা মে র প্রচার হবে। আফগানিস্থান, পাকিস্তান, বাংলাদেশ ক্রিকেট টিম না মা জে র পাবলিসিটি চালাচ্ছে সচেতনভাবে। ক্রিকেট খেলাটা আর ভদ্রলোকের খেলা থাকছে না। মালদ্বীপ, সৌদি আরব, কাতার, ইরাক, ইরান... এশিয়ার এইসব দেশগুলি যদি ক্রিকেট খেলত সর্বোচ্চ পর্যায়ে তাহলে ক্রিকেটটা হয়ে যেত ‘ই স লা মি ক খেলা’। ফুটবলে ইউরোপ নেতৃত্ব দেয় বিধায় কথিত মু স লি ম দেশগুলি ফুটবলকে ই স লা মী করণ করতে পারেনি। ক্রিকেটে হয়ে যাবে। এটা আর এখন ভদ্রলোকের খেলা নয়...।
-সুষুপ্ত পাঠক
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................