কী জানি পাকিস্তানের সঙ্গে কি কনভেডারেশন চলছে নাকি? বাংলাদেশী সাংবাদিকদের সঙ্গে পাকিস্তানী ক্রিকেটারদের মিল মহব্বত, বাংলাদেশকে তাদের দ্বিতীয় বাড়ি মনে করা, এই যে মনে করে কেন করে? কারণ বাংলাদেশের দর্শক প্রেস সব পাকিস্তান বান্ধব। পাকিস্তানী ক্রিকেটাররা মনে মনে হাসে কিনা জানি না। এরকম একটা যুদ্ধ করে যারা স্বাধীন হয় তারা কি করে সেকেন্ড হোম উপহার দেয়?
স্মরণ করিয়ে দিতে চাই, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর মেজর ডালিম রেডিওতে ঘোষণা করেছিলেন, ‘দেশে সামরিক শাসন জারি করা হয়েছে এবং এখন থেকে বাংলাদেশ ‘ইসলামি প্রজাতন্ত্র’ হিসেবে পরিগণিত হবে। এই ঘোষণায় বাংলাদেশের মধ্যে যেমন জনগণের বৃহত একটি অংশ উল্লাসে ফেপটে পড়ে তেমনি পাকিস্তান জুড়ে উল্লাসে ফেটে পড়ে। পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হেনরি বাইরোড নিজ দেশকে এক বার্তায় জানান, পাকিস্তানের সরকার, গণমাধ্যমসহ সাধারণ মানুষ মেজর ডালিমের এই ঘোষণায় বাংলাদেশের সঙ্গে কনফেডারেশ করা যায় কিনা সে বিষয়ে আশান্বিত হয়ে উঠছে।
বাংলাদেশকে পাকিস্তান ক্রিকেট টিমের ‘সেকেন্ড হোম’ মনে করার বাস্তবতা আছে। আপনারা যারা এসব দেখে ফেইসবুকে হৈচৈ করছেন তারা এদেশে সংখ্যালঘু। একটা কুসংস্কার প্রচলিত আছে যে, নৌকার সাপোর্টাররা পাকিস্তান টিমকে সাপোর্ট করে না। এই ভ্রান্ত ধারণা কি করে প্রচার হলো? এই অপপ্রচারটা সম্ভবত চালিয়েছে বিএনপি। আওয়ামী লীগ ভারতপ্রেমি, ই স লা ম বিরোধী, মু স লি ম উম্মার বাইরে ভারত সোভিয়েতপন্থি নাস্তিক... ইত্যাদি মিথ্যা অপবাদ থেকেই সম্ভবত ছড়িয়েছে। নইলে কট্টর লীগার মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন পাকিস্তানের খেলা দেখার সময়, যদি ভারতের সঙ্গে হয়, তাহলে উত্তেজনায় কতবার যে বলে উঠতে দেখেছি, ‘শা লা মা লা উ নে র বা চ্চা রা’...
-সুষুপ্ত পাঠক
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................