জীববিজ্ঞান বইয়ে কুরআনের আয়াত দিয়ে প্রাণের সংজ্ঞা দেয়া হয়েছে বাংলাদেশের উচ্চ মাধ্যমিকের বইয়ে।

জীববিজ্ঞান বইয়ে কু র আ নে র আয়াত দিয়ে প্রাণের সংজ্ঞা দেয়া হয়েছে বাংলাদেশের উচ্চ মাধ্যমিকের বইয়ে। এই বইয়ের তৃতীয পৃষ্ঠায় ‘জীবন’ –এর সংজ্ঞা বলতে গিয়ে লেখা হয়েছে, "দেহে আত্মা, প্রাণবায়ু বা রুহ্ থাকা অবস্থায় দেহ জীবিত, না থাকলেই দেহ মৃত। কাজেই আত্মা প্রাণ বা রূহ্-ই জীবন।" কোষের আদি সৃষ্টি ও বৈশিষ্ঠ সম্পর্কে বিজ্ঞানের এই বইতে সু রা ব ণি ই স রা ই লে র ৮৫ নম্বর আয়াত কোট করে লেখা হয়েছে, “রুহ্ স্রষ্টার আদেশঘটিত বিষয়। ক্বলি রূহ মিন আমরি রাব্বী-বলুন, রূহ্ আমার পালনকর্তার আদেশঘটিত বিষয়”




ড. মোহাম্মদ আবুল হোসেন লিখিত এই বইটি ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে পাঠ্য। কিন্তু এ বছর থেকে হঠাত করে তার বইয়ে জীবনের ব্যাখ্যায় কু র আ নে র আয়াত যুক্ত করা হয়েছে। এ বিষয়ে বইয়ের লেখক বলেন, ‘এই সংস্করণে কো রা নে র একটি আয়াত নতুন সংযুক্ত করা হয়েছে৷ কো রা ন সম্পর্কে মানুষের জানা দরকার এইজন্য। আমি ধর্ম সম্পর্কে গোড়া মানুষ না, লিবারাল মানুষ’, দ্য রিপোর্ট ডট লাইভ-কে আরো বলেন, 'দুই দিকেই ব্যাখা আছে। কো রা ন ই বিজ্ঞান, বিজ্ঞানই কো রা ন৷ সবকিছুই বিজ্ঞানময়, কো রা ন ছাড়া সাধারণ জীবন চলে না। আবার যারা কো রা ন ছাড়া বিজ্ঞান চর্চা করেন তাদের দিক দিয়ে না আনলেও চলে। আমি এইটা নিয়া তর্কে যাবো না। সবাই যদি বলে আমি বাদ দিয়া দেব। সে (ধর্মীয় প্রচারের) উদ্দেশ্য নিয়ে লেখা হয়নি।'

এই বইটি সরকার অনুমোদিত হয়ে কলেজে পাঠ্য হিসেবে পঠিত হচ্ছে। বিজ্ঞানের বইয়ের লেখক বলছেন ‘কো রা ন ই বিজ্ঞান, বিজ্ঞানই কো রা ন’! অথচ আমরা বারবার মাদ্রাসা শিক্ষার বিপদের কথা বলি। স্কুলে পড়েই তো এখন ছেলেমেয়েরা শিখবে প্রাণ মানে ‘রুহ’! কোথায় যাচ্ছি আমরা? সরকারের কোন হুঁশ আছে কি? নাকি সরকার দেখেশুনেই এসব পড়াচ্ছে? যে হারে সরকারের মন্ত্রীরা ওয়াজের মাহফিলে চিফ গেস্ট হোন তাতে তাদের আইডলজি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তো পাওয়া যায়ই। বাংলাদেশের সার্টিফিকেটে এমনিতেই পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয়। কেউ দাম দেয় না। ওরা যখন জানবে এখানে জীববিজ্ঞানে কু র আ নে র ব্যাখ্যা পড়ানো হয় বিজ্ঞানের সংজ্ঞাকে বাতিল করে তখন বাংলাদেশের সায়েন্স স্টুডেন্টদের মনে হয় না কোথাও সুযোগ দেয়া হবে। তা না দিক। মু স ল মা নে র জন্য পরকালই সব। চাকরি বাকরি গবেষণা আবিস্কার এসব তো কা ফে র দে র জন্য। মু স ল মা ন শুধু দুলে দুলে কু র আ ন পড়বে আর সু বা হা না ল্লা হ আর মারহাবা বলবে! আমি তো মনে করি শুধু শুধু জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন এসব না পড়িয়ে এসব ক্লাশে পুরো কু র আ ন সিলেবাস করে দেয়া হোক। কারণ সব কিছু তো কু র আ ন থেকেই এসেছে তাই না?

-সুষুপ্ত পাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted