বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দুগ্ধ ও অমৃত ধারার মহাপ্লাবন চলছে; এমন সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোন রাষ্ট্রে নাই..

গ্রেটার চট্টগ্রাম অঞ্চলে আমি দেখেছি, উ*গ্রপ*ন্থী মুস*লমা*নরা একই সঙ্গে পাশাপাশি এলাকার বৌ*দ্ধ বিহার ও হি^ন্দু মন্দির ভেঙ্গেছে। সরকারি অর্থায়নে বৌ*দ্ধ বিহার পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে; কিন্তু ধ্বংসপ্রাপ্ত হি^ন্দু মন্দিরের জন্য কোন সরকারি সাহায্য আসে নি।

বাংলাদেশের বহু এলাকায় দেখতে পাবেন, সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত খ্রি*স্টানরা যে গির্জা নির্মাণ করে, সেই গির্জায় কেউ হাত দিতে সাহস পায়না। ধর্মান্তরিত খ্রিস্টা*নদের বাড়ি ঘর পোড়ানো হয় না, সম্পত্তি দখল করা হয়না, নারী নির্যাতন করা হয় না। কেন করা হয় না? হয় না এ কারণে, তাদের আন্তর্জাতিক মুরুব্বী আছে? খ্রিস্টা*নদের শক্তিশালী রাষ্ট্র রয়েছে; তাদের শক্তিবান ধর্মীয় নেতা রয়েছে। হি*ন্দুর সেটা নাই।

হি*ন্দুর কী আছে? 

হি^ন্দু ধ*র্ম গুরুদের আছে 'যত মত তত পথ', 'সর্বধর্ম সমন্বয়'। এরা বাইরে থেকে একটা লোক আনতে পারেনা বরং সমাজ থেকে লোক তাড়িয়ে দিয়ে আমাদের দুর্বল করে ফেলেছে। হি*ন্দু ধর্মগুরুরা আমেরিকার জয় করার চাপাবাজি করে; রাশিয়াকে হি*ন্দু রাষ্ট্রে পরিণত করার কল্পকাহিনী প্রচার করে। হি*ন্দু ধর্মগুরুরা চাঁদে সুপারি গাছ লাগায়, সূর্যের বুকে বসতি স্থাপন করে - অথচ এই সমস্ত আধ‍্যাত্মিক ব‍্যক্তিত্বরা নিজের দেশে টিকে থাকতে পারে না; কুকু*রের মতো লেজ গুটিয়ে পা^লায়।


এখানেই শেষ নয়, হি*ন্দুদের আছে এক ঝাঁক ন*পুংসক রাজনৈতিক নেতা। অতি সম্প্রতি ভারতের ন^পুংসক নেতারা আফগা*নি^স্তানে লক্ষ লক্ষ টন খাদ্য সাহায্য পাঠিয়েছে; যে আফ*গানি^স্তান একজন হি^ন্দুকেও জীবিত রাখে নি। ভারতের ন*পুংসক নেতারা, হি*ন্দুর ট্যাক্সের টাকায়- কেন হি*ন্দু হ^ত্যাকারীদের সাহায্য পাঠাচ্ছে? আপনারা কী কেউ প্রশ্ন তুলেছেন?

আমি যখন প্রশ্ন তুলেছি, তখন অনেকেই বলেছে, "আপনি হি*ন্দু হৃদয় সম্রাটেদের সমালোচনা করছেন কেন?"

আমি পাল্টা প্রশ্ন করতে চাই, বিগত শারদীয় দুর্গোৎসবের সময় বাংলাদেশে হি*ন্দুদের উপর যে ভয়াবহ সাম্প্র*দায়িক নির্যাতন করা হয়েছে, তাতে সহায়-সম্বল হারানো বহু হি*ন্দু, এখনও খোলা আকাশের নিচে প্রচণ্ড শীতে থর থর করে কাঁপছে; তাদের পেটে অন্ন নাই, শরীরে বস্ত্র নাই, রোগের চিকিৎসা নাই। আপনাদের হি*ন্দু হৃদয় সম্রাটরা, হি*ন্দু হ^ত‍্যাকারীদের জন্য আফগা*নি^স্তানে যে লক্ষ লক্ষ টন খাদ্য পাঠালো, ওখান থেকে অন্তত কয়েক টন খাদ্য তো বাংলাদেশের বিপন্ন হি^ন্দুদের জন্য পাঠাতে পারতো। কেন পাঠায় নি?

আপনারা প্রশ্ন তোলেন না, কিন্তু আমি প্রশ্ন তুলি এবং আপনাদের ভালোর জন্যই প্রশ্ন তুলি। যেমন বহু বছর আগে আমি গান্ধী-নেহেরু পরিবারের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলাম; আমার বয়স তখন কম ছিল, তবুও বলেছিলাম যে, এটা প্রকৃত ধর্ম নিরপেক্ষতা নয়। গান্ধী-নেহেরু পরিবারের ধর্মনিরপেক্ষতা হচ্ছে এমন সংখ্যালঘু তোষণ - যাতে অদূর ভবিষ্যতে ভারতে হি*ন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবে।

আমার ভবিষ্যৎবাণী কতটা সত্য ছিল, দেখছেন না! ভারতে হি*ন্দু জনসংখ্যা হার কিভাবে হুহু করে কমছে। অথচ তখন আপনারা ভিন্ন ধর্মের লোকজনের সামনে আমাকে 'সাম্প্রদা^য়িক' বলে গালি দিয়েছেন। বলেছেন, ইন্দিরা গান্ধী দেবী দুর্গা...। অথচ ইন্দিরা গান্ধী হি*ন্দু-ই ছিলেন না। এখন যেমন আপনারা নপুংস*ক গরুর হৃদয় সম্রাটদের বলছেন, 'হি^ন্দু হৃদয় সম্রাট'। আরে ভাই, গরুর ব্রেইন দিয়ে তো আর এই আধুনিক বিজ্ঞানের যুগে রাষ্ট্র সামনে আগাতে পারবে না।

১৯৭১ সালে রমনার কালী মন্দির গুড়িয়ে দিয়েছিল পাকি^স্তানের ধর্মপ্রাণ সৈন্যরা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, সেখানে মন্দির পুনর্নির্মাণ করতে দেওয়া হয়নি। কারা অনুমতি দেয় নি? রমনা কালী মন্দিরের জায়গা দখল করে কী বানানো হয়েছে - সেটা বলতে পারবেন? এরকম অনেক প্রশ্নেরই আপনি উত্তর দিতে পারবেন না। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা জানেন, আমিও জানি; তবুও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি না; কেননা উত্তর দিতে গেলে বাংলাদেশে টিকে থাকা যাবে না।

তাহলে ভাই, ভারত সরকারের অর্থায়নে রমনা কালী মন্দির পুনর্নির্মাণ করা হয়েছে, তা নিয়ে আপনারা আনন্দ করছেন কেন? আমরা কথা বলতে গেলেই প্রতিবেশী সম্প্রদায় আমাদের গলা ধরে বলে, "বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দুগ্ধ ও অমৃত ধারার মহাপ্লাবন চলছে; এমন সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোন রাষ্ট্রে নাই..."

বেশ ভালো কথা! পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ সরকার কেন বিগত পঞ্চাশ বছরে রমনা কালী মন্দিরটা পুনর্নির্মাণ করে দিতে পারল না?

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted