যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের সম্প্রতি প্রকাশিত সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে , জাপান ও সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। আফগানিস্তানের পাসপোর্ট সবচেয়ে নিচে। তালিকার শীর্ষে রয়েছে অন্য কোন দেশগুলো, দেখুন...
১ নম্বর
জাপান এবং সিঙ্গাপুরের এশিয়ান দেশগুলির পাসপোর্টধারীরা প্রি-ভিসা ছাড়াই 192টি দেশে ভ্রমণ করতে পারে, যা তাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট করে তোলে।
২ নম্বর
দুই নম্বরে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। তাদের পাসপোর্টধারীরা প্রথমে ভিসা ছাড়াই 190টি দেশে ভ্রমণ করতে পারে।
3 নং
চারটি ইউরোপীয় দেশ ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ এবং স্পেনের পাসপোর্ট রয়েছে 188টি দেশে ভ্রমণের অধিকার সহ তিন নম্বরে।
সংখ্যা 4
ইউরোপের দেশগুলোও চার নম্বরে রয়েছে। অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং সুইডেনের পাসপোর্ট 188টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের অনুমতি দেয়।
নং 5
আয়ারল্যান্ড এবং পর্তুগালের পাসপোর্ট 187টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের অনুমতি দেয়।
সংখ্যা 6
বেলজিয়াম, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাসপোর্ট রয়েছে ৬ নম্বরে। এই লোকেরা আগে থেকে ভিসা না নিয়ে 186টি দেশে যেতে পারে।
সংখ্যা 7
অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, গ্রিস এবং মাল্টার পাসপোর্টে 185টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়।
সংখ্যা 8
183টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের অধিকার সহ হাঙ্গেরি এবং পোল্যান্ডের পাসপোর্ট 8 নম্বরে রয়েছে।
সংখ্যা নয়
লিথুয়ানিয়া এবং স্লোভাকিয়ার পাসপোর্ট হেনলি পাসপোর্ট সূচকে 9 নম্বরে রয়েছে। তাদের 182টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের অধিকার রয়েছে।
সংখ্যা 10
এস্তোনিয়া, লাটভিয়া এবং স্লোভেনিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা না পেয়ে 181টি দেশে ভ্রমণ করতে পারেন।
বাংলাদেশে ভারতের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে
শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৩তম অবস্থানে রয়েছে লিবিয়া ও কসোভো। সর্বশেষ গত বছরের অক্টোবরে এ পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৮তম।
এর আগে গত বছরের জুলাইয়ে ১০৬ ও এপ্রিলে অবস্থান ছিল ১০০তম। এপ্রিলে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করা যেত। সর্বশেষ প্রকাশিত পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ার দুটি দেশ বাংলাদেশের পেছনে অবস্থান করছে।
এর মধ্যে পাকিস্তান ১০৮তম ও নেপাল ১০৫তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটির পাসপোর্টধারীরা আগামী ভিসা ছাড়া ৮৮টি দেশে ভ্রমণ করতে পারেন।
সর্বশেষ প্রকাশিত পাসপোর্টের সূচকে সাত ধাপ এগিয়ে ৮৩তম অবস্থানে উঠে এসেছে ভারত।
দেশটির পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ৬০টি দেশে যাওয়া যায়। আর তালিকায় ১১১তম হয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।
দেশটির পাসপোর্টধারীরা আগামী ভিসা ছাড়া মাত্র ২৬টি দেশে ভ্রমণ করতে পারেন। ভারতের পাসপোর্টে ৬০টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের অধিকার রয়েছে, যা গত বছরের ৫৮টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের অধিকার ছিল।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................