ইমরান খান ভারতের সাথে ১০০বছরের শান্তি চান

ইমরান কি কোরান এর পরিবর্তন করতে চায়?
-----------------------------------------------------
০১. ১০০ বছর পর যে আমাকে বিনাশ করবে, আমি তাকে এখন বিনাশ করবো- কাজেই কিয়ামত পর্যন্ত শান্তি চুক্তি দরকার 
০২. ইহুদিদের তোরা ও বাইবেল অনুযায়ী ২০২৮ সালের মধ্যে বিশ্বব্যাপী রাজনৈতিক ও ধর্মীয় দ্বন্দ্ব হবে. কাজেই সেই দ্বন্দে জয়ী হয়েই কি পাকিস্তান শান্তিচুক্তি করবে?
০৩. ইসলাম ও খ্রিস্টান দের ধর্মীয় পুস্তক অনুযায়ী  নিয়ম হলো, সব মানুষকে ইসলামে কনভার্ট করা - কাজেই সেই নিয়ম না পাল্টালে শান্তি আনবেনা কোনোদিন 
০৪. কাজেই ইসলাম ও খ্রিস্টান রা প্রথমেই নিয়ম করুক, ধর্মান্তর নিষিদ্ধ। ইসলামিক  ছলনা বা তাকিয়া সবাই এখন জানে।


Tanmoy Roy Choudhury
এগুলো কে বলে তাকিয়া
----------
তাকিয়া এমন একটি বিষয় যার দ্বারা মুসলমানদেরকে মিথ্যা বলার অধিকার দেওয়া হইয়াছে । আমার জানা মতে পৃথিবীর কোন ধর্মে এভাবে মানুষকে মিথ্যা বলার অধিকার দেওয়া হয় নাই ।নিম্নে তাকিয়া সম্পর্কে কিছু বিষয় উল্লেখ করা হইল

১ জান বাঁচানো ফরজ
ইসলামের মতে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করা মানে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া । কোন ভাবেই এদের বন্ধু ভাবা যাবে না তবে যদি নিজের নিরাপত্তা বিঘ্নিত হয় সে ক্ষেত্রে যাবে । কিন্তু তাদেরকে অন্তর থেকে বন্ধু ভাবা যাবে না ,কোরআন ( ৩-২৮ ) ।

২-শত্রু কে হত্যা করতে হলে প্রয়োজনে তার সাথে বন্ধুত্বের অভিনয় করা যেতে পারে । তৎকালীন সময়ে নবীর অনুমতিক্রমে একজন সাহাবী বন্ধুত্বের অভিনয় করে নবীর সমালোচক এক কবি কে হত্যা করেছিল ।

৩-যদি একজন ব্যক্তির ন্যায় ইসলাম ধর্মও বিপদগ্রস্ত হয় বা যুক্তিতে হেরে যায় তবে সেখানে মিথ্যা বলা যাবে । অন্যদিকে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের সার্থে মিথ্যা বলা যাবে । এই কারণে কিছু সংখ্যক উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও অনেক আলেম ক্ষেত্রবিশেষে মিথ্যা বলে থাকেন ।

৪-কাফেররা চক্রান্ত করেছেন আর আল্লাহও চক্রান্ত করেছেন । বস্তুতঃ আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী । ( কোরআন (৩-৫৪)

৫-তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহকে বিশ্বাস করে না ।
কোরআন (৭-২৭) ।

যদি মুসলমানরা কোন স্থানে সংখ্যালঘু হয় অথবা দুর্বল হয়ে থাকে তবে তারা সে ক্ষেত্রে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করতে , চুক্তি করতে , অথবা শপথ করতে পারবে তবে অন্তর থেকে নয় । যতদিন পর্যন্ত পর্যাপ্ত শক্তি সঞ্চয় না হয় ততদিন পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে । (কোরআন ২-২২৫)

৬-শপথ ভঙ্গের বিধান
নবী বলেন, আল্লাহর ইচ্ছায় আমি শপথ করি এবং প্রয়োজনে তাহা ভঙ্গ করি অর্থাৎ নবীর কাছে শপথ এর কোন মূল্য নাই (বুখারী ৬৭, হাদিস ৪২৫)

নাসিক মাসুক বিধি-
একই বিষয়ের উপর ভিন্ন ভিন্ন মত দেওয়া থাকলে তবে সর্বশেষ যে মতটি থাকবে তাকে গ্রহণ করতে হবে । অর্থাৎ পূর্ববর্তী মতামত সমূহ প্রদান করা ছিল নিছক একটি কৌশল মাত্র ।

ইমরান খান ভারতের সাথে ১০০বছরের শান্তি চান



0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted