দেবী বিজয়ার মন্দির কিভাবে বিজা মন্ডল হলো, এখনো প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় সূর্য্যদেবতা, মন্দিরটি পাঁচবার আক্রান্ত হয়।

দেবী বিজয়ার মন্দির কিভাবে বিজা মন্ডল হলো, এখনো প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় সূর্য্যদেবতা

মন্দিরটি পাঁচবার আক্রান্ত হয়।

১.প্রথমবার ১২৩৩-৩৪ সালে দিল্লির দাসবংশীয় সম্রাট ইলতুৎমিশের দ্বারা।
২.১২৯০ সালে আলাউদ্দিন খিলজীর প্রিয়পাত্র ও মন্ত্রী মালিক কাফুর লুণ্ঠন করে নিয়ে যায় সমস্ত সম্পদ।
৩.১৪৫৯-৬০ সালে মাণ্ডুর মাহমুদ খিলজী এই মন্দিরকেই নিশানা করে।
৪.১৫৩২ সালে গুজরাটের শাসক বাহাদুর শাহ আক্রমণ করেন।



৫.সবশেষে ধার্মিক রাজা ঔরঙ্গজেব ১৬৮২ সালে তোপের গোলা দাগেন মন্দিরের উপর। ভেঙে যায় শিখর। অষ্টকোণী অষ্টভুজ মন্দির চত্ত্বরকে চতুর্ভুজ বিজ মন্ডল মসজিদে পরিবর্তিত করা হয়। ভেঙে যাওয়া অংশের পাথর দিয়ে রাজ আদেশে তৈরি হয় দুটি মিনার। 'স্ট্রাকচারাল ক্যানিবালিসম' এর আদর্শ উদাহরণ হতে পারে এই মন্দির।

বিদিশার বিজয়া মন্দির...

আসল ভেলিস্বামী অর্থাৎ সূর্য্যমন্দির যে বিদিশার দুর্গর অভ্যন্তরে অবস্থিত ছিলো তার প্রামাণ্য ঐতিহাসিক দলিল কিন্তু এক আরবী ভূ পর্যটকের ভ্রমণকাহিনী। আল বিরুনি ১০২৮ সালে এসেছিলেন বিদিশায়, তাঁর লেখাতে উল্লেখ ছিলো এই মন্দিরের। সংস্কৃত শিলালিপি থেকে প্রাপ্ত তথ্যতে জানা যায়, মালওয়ার রাজা নরবর্মন এই মন্দির তৈরি করে জয়ের দেবী বিজয়ার উদ্দেশ্যে উৎসর্গ করেন।

১৭৬০ সালে পেশওয়াদের রাজত্বকালে দেবী মন্দিরকে অবৈধ দখলমুক্ত করা হয়। বর্তমানে ভোই আদি শ্রেণীর হিন্দুরা মায়ের মন্দির বলে ভাজি রুটি দিয়ে দেবীর উপাসনা করেন। 

ভেলিস্বামীর প্রাণপ্রতিষ্ঠা এখনো হয় নি। বিদিশা নামটি যে দেবতার নাম থেকে উৎপন্ন বলে মনে করা হয়। ভেলিস্বামী থেকে ভেলসানি, ভেলসানি থেকে ভেলসা, থেকে বিদিশা।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted